বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর জুনিয়র ইনস্ট্রাক্টর
1. ”মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে”—এটি কোন ধরনের বাক্য?
- ক. সরল
- খ. জটিল
- গ. যৌগিক
- ঘ. মিশ্র বাক্য
4. Choose the correct singular number
- ক. fungi
- খ. foci
- গ. bacterium
- ঘ. errata
5. নিম্নের কোন স্কেলটি সূক্ষ্মতম-
- ক. স্লাইড ক্যালিপার্স
- খ. স্ক্রুগজ
- গ. মিটার স্কেল
- ঘ. স্ফেরোমিটার
6. a =√3 এবং b=√2 হলে নিচের কোনটি অমূলদ সংখ্যা ?
- ক. a+b
- খ. ab
- গ. a/b
- ঘ. b/a
- ক. ২০০ টাকা
- খ. ১৮০ টাকা
- গ. ১৬০ টাকা
- ঘ. ১৪০ টাকা
9. ৫ টাকায় ৮ টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ১২টি কলার ক্রয়মূল্য কত?
- ক. ১০ টাকা
- খ. ৮ টাকা
- গ. ১২ টাকা
- ঘ. ৯ টাকা
- ক. -2 একটি জোড় সংখ্যা
- খ. 0 একটি বাস্তব সংখ্যা
- গ. 2 একটি মৌলিক সংখ্যা
- ঘ. 2 জটিল সংখ্যা
18. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে, পরিসীমা কত?
- ক. 32 মিটার
- খ. 48 মিটার
- গ. 36 মিটার
- ঘ. 64 মিটার
19. সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোনটি?
- ক. 6:4:3
- খ. 6:5:4
- গ. 2:8:4
- ঘ. 13:12:5
20. একটি সমকোণী ত্রিভুজের উচ্চতা ভূমির এক-তৃতীয়াংশ এবং ক্ষেত্রফল 6 বর্গ একক। ভূমির দৈর্ঘ্য কত?
- ক. 6 একক
- খ. 8 একক
- গ. 10 একক
- ঘ. 12 একক
21. 5+11+17+ …………+ 65 ধারাটির পদসংখ্যা কয়টি?
- ক. 7
- খ. 9
- গ. 10
- ঘ. 11
23. ওদিকে যাব না।—এ বাক্যে শব্দটি ব্যবহৃত হয়েছে?
- ক. নির্দেশ অর্থে
- খ. পুনরাবৃত্তি অর্থে
- গ. স্বীকৃতিজ্ঞাপন অর্থে
- ঘ. বিস্ময় প্রকাশে
25. সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক?
- ক. মুহাম্মদ মুস্তফা
- খ. আরেফ আলী
- গ. মজিদ
- ঘ. কাদের
There are no comments yet.