হ্যাকিং শিখতে কতদিন লাগে?
Answers
-
Anonymous - 3 years ago
আপনি যে ভাবে কাজ শিখবেন তার উপর নির্ভর করবে আপনি কত দিনে শিখবেন।
-
Anonymous - 3 years ago
হ্যাকিং এর জন্য কোন কোর্স হয় না। হ্যাকার হতে হলে আপনাকে হ্যাকার ফোরামে আপডেট হতে হবে। অভিজ্ঞদের কাছ থেকে হ্যাকিং সম্পর্কিত সব খুটি নাটি বিষয় জেনে নিতে হবে। হ্যাকিং এর পিডিএফ বই পাবে অনলাইনে। সেগুলো ডাউনলোড করেন নিবেন। আর তার জন্য আপনাকে ইংরেজি ভাষা ভাল জানতে হবে। কারণ বাংলা ভাষায় হ্যাকিং এর খুব কম ট্রিক্স আছে। যেগুলা আছে তা সব পুরাতন। সবচেয়ে ভালো হবে যদি আপনি কোন হ্যাকারের কাছে সাহায্য নেন।
-
Anonymous - 3 years ago
যদি আপনি বিগেনার হন তবে আগে আপনাকে প্রোগ্রামিং, অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং, ডেটাবেস ইত্যাদি বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ওয়েব সার্ভার কী, কীভাবে কাজ করে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই গুলো আগে জানা লাগবে। আর যদি আপনি এই গুলোতে অভিজ্ঞ হন তবে আপনার কম সময় লাগবে। প্রথমত আপনি অপারেটিং সিস্টেম , নেটওয়ার্ক এই বিষয় গুলো জেনে নিবেন। তারপর হ্যাকিং এর বিভিন্ন স্টেপ সম্পর্কে জানুন। কীভাবে ইনফরমেশন কালেক্ট করা হয়। SQL সম্পর্কে জানুন। এককথায় যদি বলি তবে আপনি হাতে কলমে কাজ করুন। আর Security+ ও CEH বা OSCP এই দুটির মধ্যে অন্তত যে কোন একটিতে সার্টিফিকেট অর্জন করুন।