চুক্তিতে বিয়ে হালাল নাকি হারাম?
Answers
-
Anonymous - 3 years ago
চুক্তিতে বিয়ে হালাল নয়। এটি সম্পূর্ণ হারাম।
-
Anonymous - 3 years ago
রাসূল (সাঃ) এর সময় মুতা বিবাহ বা চুক্তিতে বিয়ে জায়েজ ছিল। কারণ সেই সময় সাহাবীরা যুদ্ধের জন্য অনেক দিন বাইরে থাকত। সেই সময় এটিকে হালাল করা হয়েছিল। কিন্তু বিদায় হজ্বের দিন আল্লাহর রাসূল (সাঃ) মুতা বিবাহ বা চুক্তিতে বিয়ে কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছিলেন। তো সে অনুযায়ী চুক্তিতে বিবাহ হারাম। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।