ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খ ইউনিট
২০২০ সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হলো -
- মিনারি
- প্যারাসাইট
- হোয়াইট টাইগার
- ম্যারেজ স্টোরি
সঠিক উত্তরঃ প্যারাসাইট
স্থানীয় মুদ্রার অবমূল্যায় হলে -
- আমদানি বাড়ে
- রপ্তানি বাড়ে
- বাজেট ঘাটতি বাড়ে
- রপ্তানি কমে
সঠিক উত্তরঃ রপ্তানি বাড়ে
নিচের যে পত্রিকাটি ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয় -
- পূর্বানী
- দেশের কথা
- বিপ্লবী কথা
- জয় বাংলা
সঠিক উত্তরঃ জয় বাংলা
‘কোর্ট অব রেকর্ড’ বলা হয় যে আদালতকে -
- সুপ্রিম কোর্ট
- হাই কোর্ট
- জজ কোর্ট
- ম্যাজিস্টেট কোর্ট
সঠিক উত্তরঃ সুপ্রিম কোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল -
- ধীরেন্দ্রনাথ দত্ত
- মওলানা মোহাম্মদ আকরম খাঁ
- আবুল হাশিম
- নবাব নওয়াব আলী চৌধুরী
সঠিক উত্তরঃ নবাব নওয়াব আলী চৌধুরী
নিচের যেটি বাংলার প্রাচীন জনপদ -
- চন্দ্রদ্বীপ
- ময়নামতি
- হরিকেল
- পাটালীপুত্র
সঠিক উত্তরঃ এখানে সঠিক উত্তর নেই।
‘দি ওয়েলথ অব ন্যাশনস’ গ্রন্থের রচিয়তা -
- অ্যাডাম স্মিথ
- চার্লস টেইলর
- জি.ডব্লিউ.এফ. হেগেল
- কার্ল মার্কস
সঠিক উত্তরঃ অ্যাডাম স্মিথ
নিচের যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় -
- ফ্রান্স
- চীন
- রাশিয়া
- জার্মানি
সঠিক উত্তরঃ জার্মানি
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে লন্ডনে প্রতিষ্ঠিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার ছিলেন -
- এম হোসেন আলী
- আবু সাঈদ চৌধুরী
- এস.এ.করিম
- এম.আর.সিদ্দিকী
সঠিক উত্তরঃ আবু সাঈদ চৌধুরী
সদ্যঘোষিত ‘আউকুস’ (AUKUS) চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় -
- জাপান
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- অস্ট্রেলিয়া
সঠিক উত্তরঃ জাপান
সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে -
- ২টি
- ৭টি
- ৮টি
- ৯টি
সঠিক উত্তরঃ ৯টি
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলোসিয়াম’ হলো -
- খেলার মাঠ
- নাট্যশালা
- বিশ্ববিদ্যালয়
- উপাসনালয়
সঠিক উত্তরঃ নাট্যশালা
স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে বলা হয়---ট্রান্সমিশন।
- অ্যাসিনক্রোনাস
- সিমপ্লেক্স
- সিনক্রোনাস
- আইসোক্রোনাস
সঠিক উত্তরঃ অ্যাসিনক্রোনাস
২০২১-২০২২ সালের উন্নয়ন বাজেটে যে খাতে ২য় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে -
- স্বাস্থ্য
- শিক্ষা ও প্রযুক্তি
- কৃষি
- পরিবহণ ও যোগাযোগ
সঠিক উত্তরঃ পরিবহণ ও যোগাযোগ
যে দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করেন -
- সৌদি আরব
- যুক্তরাজ্য
- আরব আমিরাত
- যুক্তরাষ্ট্র
সঠিক উত্তরঃ সৌদি আরব
যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয় না -
- সি++
- ম্যাটল্যাব
- ফক্সপ্রো
- প্রোলগ
সঠিক উত্তরঃ ফক্সপ্রো
সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি রিলেশনাল অপারেটর হলো -
- A = ?
- B = !
- C =>
- <
সঠিক উত্তরঃ C =>
জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন -
- প্রধানমন্ত্রী
- চিফ হুইপ
- সাধারণ সম্পাদক
- স্পিকার
সঠিক উত্তরঃ প্রধানমন্ত্রী
“ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে -
- নারীর ক্ষমতায়ন
- সমাজকল্যাণ
- দারিদ্র্য দূরীকরণ
- সৃষ্টিশীল অর্থনীতি
সঠিক উত্তরঃ সৃষ্টিশীল অর্থনীতি
- একটি চলচ্চিত্র
- এক ধরনের আম
- একটি উপন্যাস
- এক ধরনের ধান
সঠিক উত্তরঃ এক ধরনের আম
কোভিড-১৯ এর ৩ ডোজের টিকা ‘আবদালা’র আবিষ্কারক দেশ হলো -
- স্পেন
- কিউবা
- রাশিয়া
- জার্মানি
সঠিক উত্তরঃ কিউবা
‘ঈদগাও’, ‘মধ্যনগর’ এবং ‘দাসার’ হলো -
- নবনির্মিত পর্যটন কেন্দ্র
- নতুন আবিষ্কৃত কয়লাখনি
- সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
- নবনির্মিত ইপিজেড
সঠিক উত্তরঃ সদ্য প্রতিষ্ঠিত উপজেলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম যে দেশ সফর করেন -
- যুক্তরাজ্য
- রাশিয়া
- ফ্রান্স
- বেলজিয়াম
সঠিক উত্তরঃ যুক্তরাজ্য
২২তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে যে শহরে -
- বার্মিংহাম
- মেলবোর্ন
- কুয়ালালামপুর
- সিঙ্গাপুর সিটি
সঠিক উত্তরঃ বার্মিংহাম