প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বরিশাল বিভাগ

1. নিচের কোনটি সঠিক বাংলা অনুবাদ?

  • ক. ট্রেন থেকে নেমে দেখলাম আমার জামার পকেট নেই ৷
  • খ. এ বাবদ যে খরচ হয়েছে, তা আমার পকেট থেকে হয়েছে।
  • গ. এই লেনদেনে আমি টাকাকড়ি বিহীন হয়ে পড়েছি।
  • ঘ. এ দেনাপাওনার ফলে আমার লোকসান হয়েছে।

2. What is the meaning of 'White Elephant'?

  • ক. An elephant of white colour
  • খ. A very costly and troublesome possession
  • গ. A black marketer
  • ঘ. A hoarder

3. What is the meaning of the word 'Kick'?

  • ক. পা দিয়ে আঘাত করা
  • খ. ধাক্কা দেয়া
  • গ. হাত দিয়ে আঘাত করা
  • ঘ. পা তোলা

7. অতিভুজের বিপরীতে থাকে-

  • ক. সমকোণ
  • খ. সরলকোণ
  • গ. স্থূলকোণ
  • ঘ. সূক্ষ্মকোণ

10. ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি

  • ক. ১,০০০ টাকা
  • খ. ১,৮০০ টাকা
  • গ. ১,৫০০ টাকা
  • ঘ. ২,০০০ টাকা

11. একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?

  • ক. হ্যালি
  • খ. লারা
  • গ. উল্কা
  • ঘ. লাইনিয়ার

13. শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় -

  • ক. পাঠ্যপুস্তুক
  • খ. ব্ল্যাকবোর্ড
  • গ. চার্ট ও মডেল
  • ঘ. আধুনিক লিখন সামগ্রী

15. ‘গৃহিণী’ কি জাতীয় শব্দ?

  • ক. বিদেশি
  • খ. আধা-সংস্কৃত
  • গ. সংস্কৃত
  • ঘ. দেশি

16. ইন্টারপোল বলতে কি বোঝায়?

  • ক. টেলিযোগাযোগ ব্যবস্থা
  • খ. আন্তর্জাতিক পুলিশ সংগঠন
  • গ. পুলের সমস্ত অংশ
  • ঘ. ইন্টারনেটের যোগাযোগ মাধ্যম

17. সর্বশেষ সাহাবি কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন?

  • ক. ১০৮ হিজরি
  • খ. ১১০ হিজরি
  • গ. ১১২ হিজরি
  • ঘ. ১১৫ হিজরি

18. ‘ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম?

  • ক. জাপান
  • খ. ইতালি
  • গ. ব্রাজিল
  • ঘ. মিয়ানমার

19. বঙ্গবন্ধু সেতু কোন সালে কত তারিখে উদ্বোধন করা হয়?

  • ক. ২০ জুন, ১৯৯৮
  • খ. ২১ জুন, ১৯৯৮
  • গ. ২২ জুন, ১৯৯৮
  • ঘ. ২৩ জুন, ১৯৯৮

20. নিচের কোন বিজ্ঞানী পদার্থ ও রসায়ন শাস্ত্রে মোট দুবার নোবেল পুরস্কার লাভ করেন?

  • ক. জন বার্ডেন
  • খ. লিনাস পাউলিং
  • গ. ফ্রেডারিক স্যাঙ্গার
  • ঘ. মাদাম কুরি

21. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে?

  • ক. ২ মার্চ, ১৯৭১
  • খ. ৭ মার্চ, ১৯৭১
  • গ. ২৫ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৬ মার্চ, ১৯৭১

23. ‘রাইফেল রোটি আওরাত' গ্রন্থটি কে রচনা করেন?

  • ক. শওকত ওসমান
  • খ. আবুল ফজল
  • গ. সানাউল হক
  • ঘ. আনোয়ার পাশা

24. সর্বপ্রথম সৌরজগৎ কে আবিষ্কার করেন?

  • ক. মাইকেল কলিন্স
  • খ. জন ক্যাবট
  • গ. নীল আর্মস্ট্রং
  • ঘ. নিকোলাস কোপারনিকাস

25. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-

  • ক. কম হয়
  • খ. খুব কম হয়
  • গ. বেশি হয়
  • ঘ. একই হয়


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics