মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর
‘ক্ষ’ যুক্তক্ষরটি কোন কোন অক্ষরের যুক্তরূপ?
- ক. ক + খ
- খ. ক + খ + ম
- গ. ক + ষ
- ঘ. ক + স + ম
উত্তরঃ ক + ষ
‘রত্নাকর’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ -
- ক. রত্ন + কর
- খ. রত্ন + আকর
- গ. রত্না + কর
- ঘ. রত্না + আকর
উত্তরঃ রত্ন + আকর
- ক. সুকুমার রায়
- খ. সন্দীপ রায়
- গ. সত্যজিৎ রায়
- ঘ. ডি.এল.রায়
উত্তরঃ সুকুমার রায়
‘ঢাকের কাঠি’ কাগধারার অর্থ কী?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
উত্তরঃ মোসাহেব
- ক. শেখ হাসিনা
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ঘ. শেখ ফজলুল হক মনি
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ক. অহিংস - সহিংস
- খ. প্রসন্ন - বিষণ্ণ
- গ. দোষী - নির্দোষ
- ঘ. নিষ্পাপ - পাপিনী
সঠিক উত্তরের জন্য বিস্তারিত দেখুন
- ক. চৈত্র সংক্রান্তি
- খ. শিরে সংক্রান্তি
- গ. শিব সংক্রান্তি
- ঘ. পৌষ সংক্রান্তি
উত্তরঃ শিরে সংক্রান্তি
‘জোড় ও জোর’ শব্দের অর্থ যথাক্রমে -
- ক. যুগল ও শক্তি
- খ. যুক্ত ও বল
- গ. যুক্ত ও যুগ্ম
- ঘ. শক্তি ও যুগল
উত্তরঃ যুগল ও শক্তি
সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
- ক. চুক্তিপত্র
- খ. অভিযোগপত্র
- গ. প্রতিবেদন
- ঘ. বিজ্ঞপ্তি
উত্তরঃ বিজ্ঞপ্তি
Verb form of the word 'beautiful' is -
- ক. beautifully
- খ. beauty
- গ. beautify
- ঘ. beautiful
উত্তরঃ beautify
- ক. Collective
- খ. Common
- গ. Proper
- ঘ. Abstract
উত্তরঃ Collective
My friend gae me five books. - In this sentence which word is adjective?
- ক. books
- খ. gave
- গ. me
- ঘ. five
উত্তরঃ five
The man (reach) the station before the train left.
- ক. reached
- খ. had reached
- গ. reaching
- ঘ. would reach
উত্তরঃ had reached
A horse runs fast. - In this sentence 'fast' is -
- ক. verb
- খ. adjective
- গ. adverb
- ঘ. noun
উত্তরঃ adverb
- ক. killed
- খ. would kill
- গ. was killed
- ঘ. would have killed
উত্তরঃ was killed
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?
- ক. ১৪৬
- খ. ৯৯
- গ. ১০৫
- ঘ. ১০৭
উত্তরঃ ১০৭
০, ১, ২ ও ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
- ক. ৩১৪৭
- খ. ২২৮৭
- গ. ২৯৮৭
- ঘ. ২১৮৭
উত্তরঃ ২১৮৭
- ক. ১ মি. ২০ সে.
- খ. ১ মি. ৩০ সে.
- গ. ৩ মি.
- ঘ. ৫ মি.
উত্তরঃ ৫ মি.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
- ক. ১৬%
- খ. ২০%
- গ. ২৫%
- ঘ. ২৪%
উত্তরঃ ২০%
১০০ টাকায় ২৫টি লেবু ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
- ক. ২০%
- খ. ২৫%
- গ. ৩০%
- ঘ. ২২%
উত্তরঃ ২৫%
ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্য বিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর -
- ক. দ্বিগুণ
- খ. সমান
- গ. অর্ধেক
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ অর্ধেক
দুটি সংখ্যার সমষ্টি ৪৫ এবং উহাদের মধ্য সমানুপাতিক ১৮। সংখ্যা দুটি কত?
- ক. ১৫ ও ২২
- খ. ৯ ও ৩৬
- গ. ২৫ ও ৩০
- ঘ. ১০ ও ৩০
উত্তরঃ ৯ ও ৩৬
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে?
- ক. ৫ ঘণ্টা
- খ. ৬ ঘণ্টা
- গ. ৭ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো -
- ক. মাইক্রোফোন
- খ. লাউড স্পিকার
- গ. কম্পিউটার
- ঘ. রেডিও
উত্তরঃ লাউড স্পিকার
ক্যান্সার চিকিৎসায় যো বিকিরণ ব্যবহার করা হয় তা হলো -
- ক. গামা রে
- খ. আইসোটোপ
- গ. তেজস্ক্রিয়তা
- ঘ. বিটা রশ্মি
উত্তরঃ গামা রে
টিউব লাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম -
- ক. হাইড্রোজেন
- খ. নাইট্রোজেন
- গ. কার্বন
- ঘ. রঞ্জন রশ্মি
উত্তরঃ নাইট্রোজেন
- ক. ৪.৫ কিমি
- খ. ৪.৮ কিমি.
- গ. ৫.০ কিমি.
- ঘ. ৫.৮ কিমি.
উত্তরঃ ৪.৮ কিমি.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. তানভীর হাসান
- খ. কামরুল হাসান
- গ. শামমুর রহমান
- ঘ. হামিদুর রহমান
উত্তরঃ কামরুল হাসান
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি?
- ক. সৈয়দ নজরুল ইসলাম
- খ. তাজউদ্দিন আহমেদ
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. ক্যাপ্টেন মনসুর আলী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ক. পঞ্চগড়
- খ. লালমনিরহাট
- গ. কুড়িগ্রাম
- ঘ. ঠাকুরগাঁও
উত্তরঃ লালমনিরহাট
বাংলাদেশের কোন অঞ্চলকে বার আউলিয়ার দেশ বলা হয়?
- ক. সিলেট
- খ. রাজশাহী
- গ. চট্রগ্রাম
- ঘ. বাগের হাট
উত্তরঃ চট্রগ্রাম
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
- ক. ৯টি
- খ. ১০টি
- গ. ১১টি
- ঘ. ১২টি
উত্তরঃ ১১টি
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
- ক. ADB
- খ. APEC
- গ. SAARC
- ঘ. IJO
উত্তরঃ IJO
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
- ক. চট্রগ্রাম
- খ. বগুড়া
- গ. রাজশাহী
- ঘ. সোনারগাঁও
উত্তরঃ সোনারগাঁও
বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কোনটি?
- ক. চট্রগ্রাম
- খ. খাগড়াছড়ি
- গ. বান্দরবান
- ঘ. কক্সবাজার
উত্তরঃ কক্সবাজার