পরিবেশ বিজ্ঞান

গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় যে বিষাক্ত গ্যাস থাকে, তা হল--কার্বন মনোক্সাইড
পরিবেশের কোন দূষণের ফলে প্রধানতঃ উচ্চ রক্তচাপ হতে পারে?-শব্দ দূষণ
লা নিনা কোন ভাষার শব্দ এবং এর দ্বারা কি বুঝায়?-স্পেনীয়ঃ দূরন্ত বালিকা প্রকৃত অর্থে প্রবল বৃষ্টিপাত ও বন্যা
দুই স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনে চার স্ট্রোকবিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণ-- হয়-বেশি
সুন্দরবন বাংলাদেশের কতটি জেলায় রয়েছে?-৫টি
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির--২৫ শতাংশ
পানি দূষণের জন্য দায়ী-উপরের সবকয়টিই
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে--১০৫ ডিবি
আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ--গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীবব জগতকে বাঁচায়
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?-প্রাকৃতিক পরিবেশ
পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি?-UNEP
প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবার জন্য সবচেয়ে বেশি দায়ী কে?-কারখানা, যানবাহন
কোন জ্বালানী পোড়ালে সালফার ডাই-অক্সাইড গ্যাস বাতাসে আসে?-ডিজেল
যানবাহনের কালো ধোয়া কিভাবে পরিবেশকে দূষিত করে?-বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in