কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

এমএস ওয়ার্ডে কোনো টেক্সট ফাইল সেভ (save) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?-Ctrl + S
নিচের কোন operation টি CPU তে দ্রুত কাজ করে?-Bitwise OR
বিজয় লে-আউটে বাংলা লেখার সময় ‘ক্ষ’ বর্ণটি লিখতে কীবোর্ডে ইংরেজি কোন বর্ণগুলো চাপতে হবে?-J + G + Shift + N
HTML এর পূর্ণরূপ কি?-Hyper text mark up language
C programming Language এ কোনো loop থেকে তৎক্ষণাৎ বের করার জন্য উল্লিখিত কোনটি ব্যবহৃত হয়?-break
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?-আপডেট
কোন Routing Protocol এ Dijkstra Algorithm ব্যবহৃত করা হয়?-OSPF
Which of the following is not an example of secondary storage device in computer?-RAM
What is LINUX?-Operating system
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?-ওয়াইম্যাক্স
কম্পিউটার-টু-কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়--ইন্টারনেট
ইন্টারনেট চালুর বছর --১৯৬৯
Communications link by which information is received form space is :-downlink
প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়--বায়ুশূন্য ভাল্ব
The brain of a computer within the CPU is --ALU
একটি e-mail পাঠানো নিচের কোনটির সমতুল্য?-Writting a letter
Which one is an optical storage device?-DVD ROM
প্রথম Web browser কোনটি?-World Wide Web
নিচের কোনটি দিয়ে Graph represent করা যায়?-Adjacency list
বিক্রয়, উৎপাদন, অর্থায়ন ও অ্যাকাউন্টিং কাজের সমন্বয়কারী software :-ERP
Domain Name থেকে IP mapping করতে কোনটি কাজ করে?-DNS
কম্পিউটারের কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?-ন্যানো সেকেন্ড
Ms Word এ Copy করার শর্টকার্ট কমান্ড কোনটি?-Ctrl + C
ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?-ইনডেক্সিং
সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের প্রাপ্য ব্যাণ্ডউইথ --200 Gigabites/sec
কম্পিউটার সিস্টেমে ‘ওয়ার্ড’ গঠনের সংমিশ্রণ হলো-Bits
CPU এর প্রধান অংশ নয় কোনটি?-অপারেটিং সিস্টেম
Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?-Lawrence J. Ellison
ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি?-POP3
কম্পিউটারে কোনটি নেই?-বুদ্ধি বিবেচনা
কম্পিউটার নেটওয়ার্কে OST মডেলের স্তর কয়টি?-৭
কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য কোন সফটওয়্যারটি উপযোগী?-এমএস এক্সেল
কম্পিউটারের জনক কে?-ব্যাবেজ
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা হয়?-৬৫৬৩৬ টি
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে বলা হয়--ইন্টারনেট
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ব্যবহার করা হয়?-TV রিমোর্ট কন্ট্রোল
কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া হয়?-Wi-fi
নিচের কোনটি সবচেয়ে দ্রুত data transfer করতে পারে?-Cache Memory
বিজয় Layout এ বাংলা ‘দ’ বর্ণ লিখতে কী-বোর্ডে ইংরেজি কোন বর্ণ চাপতে হয়?-L
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে---বাইনারী
কোনটি সঠিক নয়?-A . A` = 1
Mail merge কোন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়?-Ms Word
নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে ‍অনুবাদ ও সম্পাদন করে?-Compiler
VDU এর পূর্ণরূপ হচ্ছে --Visual Display Unit
কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানো হয়--শক্ত ধাতব অংশ
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?-হার্ডওয়্যার
Max-Heap data structure এর সবচেয়ে বড় নম্বরটি কোথায় থাকে?-Root
নিম্নের কোনটি হার্ডওয়্যার নয়?-পাওয়ার পয়েন্ট
আধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে --ইন্টিগ্রেটেড সাকির্ট
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে?-২৬ এপ্রিল, ১৯৯৯
8086 কত বিটের মাইক্রো প্রসেসর?-16
নিচের কোনটি কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস?-হার্ডডিস্ক
The term PC means --Personal Computer
সি (C) হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত --উচ্চতর প্রোগ্রমিং ভাষা
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?-অপটিক্যাল ফাইবার
HTTP means --Hyper Text Transfer Protocol
Intel 8086 মাইক্রোপ্রসেসরে সর্বমোট কয়টি 16-bit রেজিস্ট্রার থাকে?-8
হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো --অক্ষর ও ডেসিমাল ডিজিট
সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে --৯টি
কম্পিউটারের যে ডিস্কে সিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে --স্টার্ট আপ ডিস্ক
কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে--হার্ডওয়ার ও সফটওয়্যার অংশ
আই, ও, এস (IOS) মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজারজাত করে?-অ্যাপেল
একটি Computer file -এর Extension . mp3। এটি কোন ধরনের file?-Audio
বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল কী ছিল?-IIBM 1620
এক বাইট (byte) সমান --8 বিট
কম্পিউটার টু কম্পিউটারের তথ্যে আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়--ইন্টারনেট
কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলে --বাইনারী
নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?-কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
C programming language এ নিচের কোনটিকে 'if' দিয়ে replace করা যায়?-for
“ অ্যাবাকাস” কী?-এক প্রকার গণনা যন্ত্র
কোনটি অপারেটিং সিস্টেম?-উইন্ডোজ-২০০০
প্রিন্ট করার শর্টকার্ট কমান্ড কোনটি?-Ctrl + P
দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?-চট্রগ্রাম
IC কি দিয়ে তৈরি?-Transistor
ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহৃত হয়?-Shift
All the logical and mathematical calculations are performed by the computer by its :-CPU
H. 323 Protocal সাধারণত কী কাজে ব্যবহৃত হয়?-VoIP
In Excel the correction of Input in a cell for the SUM () function is --=sum (c9,c12)
কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ কী?-Graphical User Interface
পারসনাল কম্পিউটার যুক্ত করে নিচের কোনটি তৈরি করা যায়?-Network
মোবাইল টেলিফোনের লাইনের মধ্যদিয়ে প্রবাহিত হয় --তড়িৎ শক্তি
কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে বলে --ROM
নিচের কোন মেমোরীটি Non-volatile?-ROM
কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?-মনিটর
কত গিগাবাইটে এক পেটাবাইট?-১০০০০০০
কম্পিউটারের প্রধান মেমরি--মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ এর মাঝখানে থাকে
কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড কে বলা হয়--মাদারবোর্ড
কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি --বাইনারি
WWW দিয়ে বোঝানো হয়--World Wide Web
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা --মার্ক জুকারবার্গ
One kilobyte is/ এক কিলোবাইটে বিটের সংখ্যা--1024 byte
বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে?-4G
Chess game এর Environment কী ধরনের?-Fully observable
ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?-সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশ
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?-Ununtu
কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি?-RAM
Mobile Pone এর কোনটি input device নয়?-Power Supply
কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়--প্রোগ্রাম
Time -shared OS -এর কোন Scheduling policy সবচেয়ে ভাল?-Round-robin
কোনটি ‘এপ্লিকেশন সফটওয়ার’?-Power Point
ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্ষিষ্ট করা যায়?-৬৫৫৩৬টি
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?-উপরের সবগুলো সঠিক
HTML---Hyper text Markup Language
Unsolicited commercial e-mail is known as --Spam
স্ক্যানার কি ধরনের ডিভাইস?-ইনপুট
নিচের C Program টি Run করলে output কী হবে? # include int main (){ print ("%c",100);return(0);}-d
Which one of the following converts scanned text into editable text?-OCR
কোনো ই-মেইলে 'CC' এর অর্থ কী?-Carbon Copy
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়--ইন্টারনেট
নিচের কোন প্রটোকল ব্যবহার করে ইমেইল ক্লায়েন্টরা কারো কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে?-POP
Database এর রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি?-Delete Record
বেশির ভাগ প্রোগ্রামের কীবোর্ডের কোন key টি সাধারণত HELP key হিসেবে ব্যবহৃত হয়?-F1
Y2K- তে K মানে--হাজার
কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয়--এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?-বাইনারি
নিচের কোনটি কম্পিউটারের অভ্যন্তরীণ মেমোরি --র‌্যাম
প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?-Clipboard
বাইনারি পদ্ধতিতে তথ্য প্রকাশের মৌলিক একক কোনটি?-বিট
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?-ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?-মার্ক জুকারবার্গ
ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়-ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
১ কিলোবাইট =-১০২৪ বাইট
HTML কখন ব্যবহার করা হয়?-ওয়েব পেইজ ডিজাইনে
কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরনের মেমোরি?-সহায়ক মেমোরি
নিচের কোনটি ডাটাবেস language?-Oracle
এমএস ওয়ার্ডে কোনো টেক্সট ফাইল সেভ করতে হলে কী বোর্ডে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?-Ctrl + S
TCP দিয়ে কোনটি বুঝানো হয়?-প্রোটোকল
Object oriented programming এর বৈশিষ্ট্য কোনটি?-Polymorphism
নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারী মেমোরী?-RAN
WAN এর পূর্ণনাম কী?-Wide Area Network
কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?-Read
কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?-Read
কোন device টি Broadcast traffic আটকাতে পারে?-Router
Bluetooth কোন প্রযুক্তি ব্যবহার করে?-রেডিও তরঙ্গ
Which of the following is not a step in the accounting processs?-Verfication
'Deadlock' এর বাংলা --অচলাবস্থা
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব--কৃত্রিম বুদ্ধিমত্তা
In MS Word, which of the following function keys activates the spell checking?-F7
একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়?-Tables
কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়--মডেম
কম্পিউটারে কোনটি নেই?-বুদ্ধি বিবেচনা
ওয়াইফাই এর পূর্ণরূপ কোনটি?-Wireless Fidelity
OMR এর পূর্ণরূপ কী?-Optical Mark Reader
কম্পিউটারের ব্রেইন হলো---মাইক্রো প্রসেসর
বাইনারি সংখ্যা পদ্ধতিতে কতটি অঙ্ক ব্যবহৃত হয়?-দুইটি
কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?-মডেম
HTML কি কাজে ব্যবহার করা হয়?-ওয়েবসাইট ডিজাইনে
মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?-ব্রডবেন্ড ইন্টারনেট সেবা
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে?-ROM
কম্পিউটারের তথ্যের দৈর্ঘ্য মাপা হয় --বাইট -এ
http কোনটির সংক্ষিপ্ত রূপ?-Hyper Text Transfer Protocol
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?-২০০৬
কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?-CAN
কম্পিউটারের সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হল :-ইন্টারনেট
কোনটি গণনা পদ্ধতি নয়?-বিসিডি
One Mege byte is equal to-1024 kilo bytes
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে ?-ROM
কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?-TCP/IP
বাংলা টাইপিং সফটওয়্যার নয় কোনটি?-গুগল কিবোর্ড
Social Networking Site -এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়?-উপরের সবগুলো
এম এস ওয়ার্ডে কাজ করার সময় কোনো নির্দেশ বাতিল করার জন্য কোন বোতামে চাপ দিতে হয়?-Esc
নিচের কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন?-গুগল
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় --বাস
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে নীচের কোনটি সঠিক?-উপরের সবগুলো সঠিক
নিচের কোনটি ইনপুট ডিভাইস?-মাউস
সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?-সিস্টেম সফটওয়্যার
10101111 -এর 1's complement কোনটি?-01010000
পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?-এপসন, ১৯৮১
Key Board এর F1 - F2 পর্যন্ত বোতামগুলোকে কী বলা হয়?-Function Key
নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ওয়েবসাইট?-ইউটিউব
পৃথিবীতে কখন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি করে?-এপসন, ১৯৮১
সাবমেরিন ক্যাবল ব্যবহারের কারণ --ইন্টারনেট সংযোগ
ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে ব্যবসা করাকে কী বলা হয়?-ই-কমার্স
মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?-রাউটার
ইন্টারনেট কবে চালু হয়?-১৯৬৯ সালে
নিচের কোনটি ইনপুট ডিভাইস?-OMR
কোন কম্পিউটার মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?-ROM
Windows কী?-Operating System
বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়?-MICR
ই-মেইল আদান প্রদানে ব্যবহৃত SMTP -এর পূর্ণরূপ কি?-Simple Mail Transfer Protocol
নিচের কোন উক্তিটি সঠিক?-১ কিলোবাইট = ১০২৪ বাইট
নিচের কোনটি ইনপুট এবং আউটপুট উভয় ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়?-মডেম
SMS এর পূর্ণরূপ কি?-Short Message Service
Congestion Control কোন layer এ করা হয়?-Transport
কম্পিউটার সি.পি.ইউ (CPU)-এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণের কাজ করে?-এ.এল.ইউ (ALU)
WAN এর পূর্ণ রূপ কি?-Wide Area Network
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে বলে --ROM
Array data structure এ কোন ধরনের data রাখা যায়?-একই ধরনের অনেকগুলো ডাটা
RAM কোথায় লাগানো থাকে?-মাদার বোর্ডে
ই-কমার্স সাইট amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়?-১৯৯৪ সালে
কম্পিউটারে কোনটি নেই?-বুদ্ধি
IP address থেকে MAC address জানার protocol কোনটি?-ARP
Wi MAX এর পূর্ণরূপ কি?-Worldwide Interoperability for Microwave Access
‘টুইটার’ হলো একটি --সামাজিক যোগাযোগ মাধ্যম
ওয়েব পেজ ব্রাউজ করার সময় নিচের কোন সফটওয়্যারটি ব্যবহৃত হয়?-Mozilla Firefox
DHCP discover message টি কোন ধরনের?-Broadcast
Which of the following is a utility program?-Norton
মেমরি ও ALU এর মধ্যে সংযোগ স্থাপন করে --কন্ট্রোল ইউনিট
বাসা বাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো --৫০ হার্জ
স্ক্যানার মূলত কি ধরনের যন্ত্র?-ইনপুট
CD-ROM এর পূর্ণরূপ কি?-Computer Dise Read Only Memory
মোবাইল ফোনে কোন Model -এ যোগাযোগ হয়?-Full-duplex
Wi-fi কোন স্ট্যান্ডার্ড-এর উপর ভিত্তি করে কাজ করে?-IEEE 802.11
মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?-দ্বিতীয়
Which shortcut key is used in order to select the entire document in word file?-Ctrl + A
নিচের কোনটি ইউটিলিটি সফ্টওয়ার?-এন্টি ভাইরাস
কম্পিউটার ভাইরাস কি?-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?-সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
কোনটি মিডিয়া?-অপটিক্যাল ফাইবার
C programming এ কোনটি Invalid variable name?-No#of-students
How many bits comprise a unit of UNICODE?-16
'হার্ডডিস্ক' মাপার একক হল--গিগাবাইট
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?-ইন্টারনেট
কোনটি পারসোনাল কম্পিউটার নয়?-সুপার কম্পিউটার
Supercomputer Mainframe এর চেয়ে-বেশি শক্তিশালী
মনিটর মূলত কি?-আউটপুট ডিভাইস
Ms word এর কোন মেনুতে Mail mergeকমান্ড থাকে?-Mailings
কোন মৌলিক পদার্থ?-লোহা
কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম ?-MS DOS
IP-V6 এড্রেস কত বিটের?-১২৮
কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?-ভিডিও কার্ড
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে --ROM
ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়-টেলিমেডিসিন
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়--চার্লস ব্যাবেজকে
ক্লাউড সার্ভার নীচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব-ব্যবহারকারীর চাহিদা অনুযাায়ী কম্পিউটিং সেবা দেয়া
এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গটিত হয়--হাইব্রিড কম্পিউটার
Which of the most common languages used in web designing?-HTML
TV remote এর Carrier frequency-র range কত?-Infra-red range এর
‘মডেম’ এর মধ্যে থাকে--একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তী কে?-বিল গেটস
অপটিক্যার ফাইবার (Optical fibre) হচ্ছে--খুব সরু এবং নমনীয় কাঁচ তন্তুর আলোক নল
ইন্টারনেট চালুর বছর--১৯৬৯
চোখের রেটিনার ইমেজ ব্যবহৃত হয় :-বায়োমেট্রিক্সে
ই-মেইল গ্রহণ করার ব্যবহৃত প্রোটকল কোনটি?-POP3
ইন্টারনেট চালুর বছর----১৯৬৯
উল্লিখিত কোনটি database এর Aggregate function?-sum
কম্পিউটার প্রিন্টার কী ধরনের ডিভাইস?-আউটপুট
এমএস ওয়ার্ডে কোনো Text ইতালিক (Italic) করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?-Ctrl +I
In Excel what does the function COUNTA() do?-counts empty cells
SMS এর পূর্ণরূপ কী?-Short Message Service
GPRS এর Full Meaning কি?-General Packet Radio Service
বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি?-কম্পিউটার জগৎ
Plotter কোন ধরনের ডিভাইস?-আউটপুট
Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?-নির্ধারিত ফাইল কপি করা
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?-১০২৪ ´১০২৪
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?-ইন্টারনেট
নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?-কোনোটিই নয়
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনট্?-মাইক্রোসফট
তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য--উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
কম্পিউটারের সিপিইউ কোনটিকে বলা হয়?-প্রসেসর
অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?-অভ্যন্তরীণ প্রতিফলন
পেস্ট করার কী বোর্ড কমান্ড কোনটি?-Ctrl + V
OMR এর পূর্ণরূপ হল-Optical Marker Reader
বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে --টপোলজি
Firewall কি Protection দেয়ার জন্য ব্যবহৃত হয়?-Unauthorized access
In MICR, C stands for --Character
EDSAC কম্পিউটার-এ ডাটা সংরক্ষণের জন্য কি ধরনের মেমরী ব্যবহার হতো?-Mercury Delay lines
‘অ্যাবাকাস’ কী?-এক প্রকার গণনা যন্ত্র
Puch এবং Pop নীচের কার সাথে সম্পর্কিত?-Stack
Which one is an internet browser? I. Google II. Firefox-Only II
নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?-ম্যাক অ্যাড্রেস
কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?-@
‘একটি ২ (দুই) ইনপুট লজিক সেটের আউটপুট ফাই হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়: এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।-Ex-OR
ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি--তারহীন সংযোগ
ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?-ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
Wi-Fi means --Wireless Fidelity
কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় --এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
Which one of the following is not a derivative?-All of these are dervatives
Virtual memory হিসেবে RAM এর পাশাপাশি কোনটি ব্যবহার হয়?-Cache
Y-2K বাগ কি?-২০০০ সাল শুরুর মুহুর্তে সারা বিশ্বে কম্পিউটার পির্যয় এর কারণ
OMR এর পূর্ণরূপ কোনটি?-Optical Mark Reader
১ মেগাবাইট = কত কিলোবাইট?-১০২৪
২০০০ সালের ১ জানুয়ারী সারা বিশ্বে কম্পিউটারে নতুন সহস্রাব্দজনিত একটি সমস্যার সম্মখীন হয়, সমস্যাটি হচ্ছে-Y2K
নিচের কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক-পুনরাবৃত্তিমুলক কাজ
কম্পিউটার কে আবিষ্কার করেন?-হাওয়ার্ড এইকিন
USB stands for :-Universal Serial Bus
WWW এর পূর্ণরূপ কোনটি?-World Wide Web
নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?-উপরের সবগুলোই
টুইটারের প্রতিষ্ঠাতা কে?-জ্যাক ডর্সি
(1011)2 + (0101)2-কোনটিই নয়
'RAM' means --random access memory
IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিাল কম্পিউটার--IBM system 360
DSS stands for --Decision support system
কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত--অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?-Input
এনড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য কোনটি সঠিক?-সবগুলো সঠিক
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?-মজিলা
পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি?-ctrl + v
START : MOV AX, BX একটি assembly language instruction। এখানে MOV হলো --Opcode
কোনটি অপারেটিং সিস্টেম নয় --C
Record are composed of - such as name, address and phone number.-Fields
CPU কোন address generate করে?-Logical address
‘ল্যাপটপ’ হলো এক ধরনের--ছোট কম্পিউটার
Bluetooth কিসের উদাহরণ?-Personal Area Network (PAN)
নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?-TCP/IP
Which of the following companies launched world's first smartphone?-IBM
কম্পিউটার ভাইরাস কি?-এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
Older computers were --Analog
কম্পিউটার ভাইরাস হলো --এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
192.168.100 এই IP address টি কোন Class এর অন্তর্ভুক্ত?-Class C
কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?-ইন্টারনেট
নিচের কোনটি ই-মেইল সার্ভিস নয়?-Drop box
সাধারণত স্টার টপোলজি LAN এর Central controller কে কী বলা হয়?-Hub
নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম?-Access
নিচের কোনটি একটি স্পেডশীট সফটওয়্যার ?-এম এস এক্সেল
নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?-google.com
কম্পিউটারে ব্যবহৃত ভাইরাস কী?-এক ধরনের প্রোগ্রাম
ফ্লপি ডিস্ক হচ্ছে--হার্ডডিস্কের চেয়ে ছোট
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়--বাস
একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এই গেটটি-NAND
মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়--এসেম্বলি
In which of the following forms is data stored in computer?-Binary
কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?-Input
বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম--ভয়েস ওভার আইপি
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?-FORTRAN
ওয়েব অর্থ কী?-জাল
Office 2007 এর MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কোনটি?-.docx
A barcode reader emits --Lights
নিচের কোনটি ডাটাবেস language?-Oracle
নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে?-Touch Screen
কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?-Wi-Fi
ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?-আউট সোর্সিং
কম্পিউটারের জনক কে?-ব্যাবেজ
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?-MS POWERPOINT
CD পুরো লিখলে কি হয়?-Compact Disc
What is LINUX?-Operating System
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কি বলে?-টপোলজি
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?-ROM
ইন্টারপ্রেটার হলো --অনুবাদক যন্ত্র
দশমিক পদ্ধতির সংখ্যা 300(10) কে hexadecimal এ রূপান্তর করলে কত হবে?-12C(16)
নিচের কোনটি Octal number নয়?-19
FTP Protocol নিচের কোনটি ব্যবহার করে?-TCP
ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?-জি-মেইল
ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?-ডেনমার্কের রাজা
ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয় --রেক্টিফায়ার হিসেবে
জনপ্রিয় অ্যান্ডয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণের নাম --কিটক্যাট
TCP দিয়ে কোনটি বোঝানো হয়?-প্রোটোকল
Operating System is a/an-System software
Data সংগ্রহের জন্যে পছন্দসই শিরা --সাক্ষাৎকার
মডেম এর মধ্যে যা থাকে তা হলো--একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
কোনটি তারবিহীন দ্রুতগ্রতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?-ওয়াইম্যাক্স
নিচের কোন মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যায়?-উপরের সবগুলো
LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?-৩০ ‍মিটার
কোনটি আউটপুট ডিভাইস?-মনিটর
বৈকাল -হ্রদটি কোথায় অবস্থিত?-সাইবেরিয়া
টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক কে?-স্টিভ জবস
কম্পিউটারে গণনার একক কোনটি?-বাইট
কম্পিউটার আবিষ্কার করেন --হাওয়ার্ড এইকিন
CNN এর পূর্ণরূপ কী?-Cable News Network
কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় --এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
নিচের কোনটি ইমেইল প্রটোকল ?-SMTP
সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে বলা হয়---ওয়ার্কস্টেশন
Which of the followings is an image file name extension?-gif
নিচের কোনটি কম্পিউটারের ভিডিও ফাইলের একটি ফরম্যাট?-mpg
Mouse (মাউস) একটি --Input device
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার--আইবিএম-১৬২০ সিরিজ
What is the meaning of OMR?-Optical Mark Reader
UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?-বেল ল্যাব
মু্ক্ত সফটওয়্যার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কে?-রিচার্ড ম্যাথিউ স্টলম্যান
One Mega Byte is equal to --1024 Kilo Bytes
HTML এর পূর্ণরূপ কি?-Hyper Text Mark up Language
কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?-সিপিইউ
বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটারের নাম--ইউনিভ্যাক
জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে?-৭ ডিসেম্বর ১৯৪১
মডেম হচ্ছে --তথ্য আদান প্রদানের যন্ত্র
C Programming এ address রাখার জন্য কোনটি সাধারণত ব্যবহৃত হয়?-pointer
Binary Search Tree এর Time complexity কত?-O (n)
নিচের কোন গেইটটি ইউনিভার্সাল গেইট হিসেবে পরিচিত?-NAND
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?-ROM
নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?-উইকিপিডিয়া
১ বাইটে বিটের সংখ্যা কত?-৮
কোনো কম্পিউটারকে অন্য কোনো কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করতে হলে নিচের কোনটি প্রয়োজন?-নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড
কোন Testing দিয়ে Input output ঠিক আছে কিনা বুঝা যায়?-White box testing
ফেসবুক এর জনক কে?-মার্ক জুকারবার্গ
10101111 ও 00110011 এর Bitwise OR এর ফলাফল কত?-1011 1111
MS Word এ প্রিন্ট দেয়ার কমান্ড কোনটি?-Crlt + P
OMR এর পূর্ণরূপ হচ্ছে --Optical Mark Reader
ল্যাপটপ হলো একধরনের --ছোট কম্পিউটার
কম্পিউটারে ডেটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?-বাইনারী
In MS Office package, which of the following is a series of recorded commands to automate a task?-Macro
প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?-ctrl + p
একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো--উপরের সবকটি
উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম--ডেটাবেস
মাইক্রোসফট ওয়ার্ডে শব্দকে সুপারস্ক্রিপ্ট করার কী বোর্ড শর্টকাট হলো --কন্ট্রোল , শিফট এবং +-’ একত্রে চাপা
নিচের কোনটি Programmable system?-Computer
কম্পিউটার ভাইরাস কি?-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
RAM কী ?-অস্থায়ী মেমোরি
What does LCD stand for?-liquid crystal display
নিচের কোন স্মার্টফোন অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স প্লাটফর্ম?-Android
নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা করা সহজ নয়?-Web browser
Bluetooth কীসের উদাহরণ?-Personal Area Network
নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?-DOS
Computer এর মূল মেমোরি তৈরি হয় কী দিয়ে?-সিলিকন
আইফোনের প্রস্তুতকারক হলো --অ্যাপল কম্পিউটার
আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে--উপরের সবগুলো
Hospitals - the sick.-treat
মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর ‍তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?-ব্রডব্যান্ড
কোনটি দিয়ে database Table এ uniqueness নিশ্চিত করা হয়?-Primary key
MICR-এর পূর্ণরূপ কি?-Magnetic Ink Character Reader
চিঠি টাইপ করার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়?-মাইক্রোসফট ওয়ার্ড
যদি data ও time প্রদর্শন সিসটেম ভুল হয় তাহলে আপনি সেটি পুনরায় সেট করার জন্য নিচের কোনটি ব্যবহার করবেন?-Control panel
Wi-Fi means :-Wireless Fidelity
Operating System is a/an-System software
LIFO data structure কোনটি?-Stack
Which one of the following is not a picture file extension?-.php
‘হার্ডডিস্ক’ মাপার একক হলো --গিগাবাইট
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয়?-MICR
কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?-সিলিকন
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?-ওয়াইম্যাক্স
URL-হলো--Web-এর বিভিন্ন Documents ও অন্যান্য Resources এর ঠিকানা
কম্পিউটারে কোনটি নেই?-বুদ্ধি
নীচের কোনটি ইনপুট ডিভাইস?-OMR
ক্যাসেটের ফিতায় শব্দ রক্ষিত থাকে কি হিসাবে?-চুম্বক হিসেবে
WWW এর পূর্ণরূপ হলো --world wide web
কোনটি Social Media Network নয়?-Internet Explorer
নিচের কোনটি ৫২(১৬) এর বাইনারি রূপ?-010111110010(2)
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?-ওয়াইম্যাক্স
নিচের কোনটি কম্পিউটারের ইনপুট যন্ত্র?-কিবোর্ড
Email service এর সাথে কোনটি সম্পৃক্ত?-SMTP
‘কম্পিউটার মেমোরি’ বলতে কি বুঝায়?-তথ্য সংগ্রহের স্থান
কম্পিউটার ভাইরাস হলো--একধরনের বিশেষ কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা কে?-মার্ক জুকারবার্গ
সকল নেটওয়ার্কের জননী কোনটি?-ইন্টারনেট
কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?-মাইক্রোসফট
Computer keyboard is also known as --Console
নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার?-এমএস ওয়ার্ড
কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?-google.com
কোন সন থেকে Facefook চালু হয়?-২০০৪
প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন-মেশিনের ভাষায়
কম্পিউটার এর RAM হচ্ছে/ RAM in computer stands for-Random access memory
নিচের কোনটিতে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়?-TV রিমোর্ট কন্ট্রোল
কোনটি Cloud computing এর সাথে সম্পৃক্ত নয়?-Fog computing
বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-যুক্তরাষ্ট্রে
এক word কত বিট বিশিষ্ট হয়?-8
LinkedIn এর ক্ষেত্রে কোনটি সঠিক?-উপরের সবগুলোই
কম্পিউটারের প্রধান মেমরি মাইক্রোপ্রসেসরের ভেতরে থাকে, কথাটি--মিথ্যা

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in