প্রশ্ন ও উত্তর
পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
প্রশ্ন পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
সঠিক উত্তর
ব্যাখ্যা
নবার সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মধ্যে ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশী প্রান্তরে ২৩ জুন ১৭৫৭ সালে যে যুদ্ধ সংঘটিত হয় তা পলাশীর যুদ্ধ হিসেবে পরিচিত। মীরজাফর আলী খানের বিশ্বাসঘাতকতায় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজয়বরণ করেন।
মীর কাশিমের সাথে ইংরেজদের যুদ্ধের কারণে কোম্পানি মীরজাফরকে বাংলার সিংহাসনে বসানোর সিধান্ত নেয়। মীরজাফর, যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৬৫ লক্ষ টাকা কোম্পানিকে প্রদান, বাণিজ্যিক ও অন্যান্য সুবিধা প্রদানের শর্তসাপেক্ষে নতুন করে ইংরেজদের সাথে চুক্তবদ্ধ হন। চুক্তি অনুযায়ী মীরজাফর পুনরায় নবাবী লাভ করেন। কিন্তু কোম্পানির অতিরিক্ত চাহিদা, নবারের কর্মচারিদের দুর্নীতিপরায়ণতা ও বিশ্বাসঘাতকতা ইত্যাদির কারণে নবাবী পরিচালনা করা মীরজাফর মৃত্যুমুখে পতিত হন। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ সংঘটিক হয়। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয়। হাজি শরিয়তুল্লহ ফরায়েজী আন্দোলনের মাধ্যমে কুসংস্কার দূর করার চেষ্টা করেন। এর পরবর্তী ধারায় উপমহাদেশের রাজনৈতিক ধারা পরিবাহিত হতে থাকে।
মন্তব্য
Authentication required
You must log in to post an answer.
Log in