প্রতাপ আদিত্য কে ছিলেন?

বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশ বিষয়াবলি 05 Oct, 2018

প্রশ্ন প্রতাপ আদিত্য কে ছিলেন?

  • ক.
    বাংলার বারো ভুঁইঞাদের একজন
  • খ.
    রাজপুত রাজা
  • গ.
    বাংলার শাসক
  • ঘ.
    মোগল সেনাপতি

সঠিক উত্তর

বাংলার বারো ভুঁইঞাদের একজন

ব্যাখ্যা

বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌ-বহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তারাই বার ভূইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রতাপাদিত্য বার ভূইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল।

মন্তব্য

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in