সেহেরি খাওয়ার পর স্বপ্নদোষ হলে করনীয় কি?
Answers
-
Anonymous - 3 years ago
স্বপ্নদোষ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তাই স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না। - সুরা বাকারা : ২৮৬
-
Anonymous - 3 years ago
স্বপ্নদোষ হলে রোজা ভাঙ্গে না। - সুনানে কুবরা বায়হাকি: ৪/২৬৪
-
Anonymous - 3 years ago
হযরত আবু সাঈদ খুদরী (রা.) বলেন, নবি করিম (সাঃ) বলেছেন- তিনটি জিনিস রোজা ভঙ্গের কারণ নয়। যথা: বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। -সুনানে নাসাঈ, বাইহাকী ৪/২৬৪; আদ্দুররুল মুখতার ২/৩৯৬। তবে এ স্বপ্নদোষ স্বতঃপ্রণোদিত ভাবে না হতে হবে।