ব্যক্তিগত প্রশ্ন।

Anonymous 4 years ago
আমার পারিবারিক অবস্থা ভালো না।কোন রকম সংসার চলে আমাদের।আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি।আমরা একটা ভাড়া বাসায় থাকি।বাড়ি টা খুব একটা ভালো না।বাড়ির আশপাশে কারো সাথে দেখা হলে লজ্জা লাগে।কাউকে কখনো বাড়িতে ডাকি না।আমি চাইনা যে আমার বাড়ির ঠিকানা কেউ পাক।আমার প্রতিষ্ঠানের গুলা।কেমন জানি ফিল করি।এইটা থেকে কেমন করে মুক্তি পাব?
Answers
-
Anonymous - 3 years ago
সবার অবস্থা পৃথিবীতে কিন্তু এক নয়। কারো অবস্থা ভালো তো কারো খারাপ। আল্লাহ আপনাকে হয়ত পরিক্ষা করছে। ধৈর্য্য ধারণ করুন ও আল্লাহর কাছে নামাজে বসে দোয়া করুন। যে অবস্থায় আছে সে অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন। গরীব হওয়া বা ভাঙ্গা বাড়ীতে থাকাটা কোন অপরাধ না। বা এতে কোন লজ্জার কিছু নেই। নিজের অবস্থা নিজে মেনে নেন তাহলে কারো কাছে আপনার নিজের অবস্থা বা বাড়ীর জন্য লজ্জা লাগবে না। হাদীসে পাওয়া গেছে- রাসূল (সাঃ) যখন মেরাজ থেকে আসে তখন তিনি বলেন যে, আমি জান্নাত ও জাহান্নাম দুটোই দেখেছি। জান্নাতি দের মধ্যে বেশির ভাগ লোক গরীব ছিল পৃথিবীতে।