কথাগুলা কাউকে বলার মত খুজে পাচ্ছিনা তাই এইখানে বললাম।

Anonymous 4 years ago
আমার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে।আমার চরিত্র খারাপ এই ধরনের কথা বাত্রা বলছে।আমি ঠিক বুঝছি না কেন এই ধরনের কথা আমার মা বলছে। এই কথাগুলা শুনে মরে যেতে ইচ্ছা করছে।আমার সাথে কারো কোন সম্পর্ক নাই।তারপরও এই আজেবাজে কথা বলছে।আমি কথা গুলা কারো সাথে শেয়ার করতে পারছিনা।সঠিক বুঝে উঠতে পারছিনা কি করব।আমার কি কোন ডাক্তার বা যারা কাউন্সিলিং করে তাদের কাছে যাওয়া উচিত।
Answers
-
Anonymous - 3 years ago
অতিরিক্ত সমস্যা হলে ডাক্তারের কাছে যেতে পারেন। এখন যদি কারো মন মানসিকতা খারাপ হয় তবে কি করবেন। সেক্ষেত্রে যদি পারেন আলাদা থাকার চেষ্টা করেন। এটাই আপনার জন্য ভালো হবে হয়ত।