কোন কাজগুলো মানুষকে মায়া-মমতায়, বিবাদ ও বিশৃঙ্খলায় জড়িয়ে ফেলে?
Answers
-
Anonymous - 3 years ago
যে বিষয়গুলো মানুষকে মায়া, বিবাদ ও বিশৃঙ্খলায় ফেলে। প্রথমটি হল নারী। নারী মোহ মানুষকে ধ্বংশ করা সত্ত্বেও নারী পুরুষের মাঝে একটা চুম্বকের ন্যায় আকর্ষণ বিদ্যমান। দ্বিতীয় হল সন্তান। যাকে নিজের স্থলাভিষিক্ত ভেবে নিজের চেয়েও বেশি দিতে চায় তার জন্য। তৃতীয়টি হল ধন সম্পদ। যার কারণে মানুষ অহংকারী হয়। চতুর্থটি হল গরু, মহিষ, গৃহপালিত ও পশু ইত্যাদি।