স্তন ক্যান্সার কেন হয়?
Answers
-
Anonymous - 3 years ago
নারীদের স্তন ক্যান্সার বেশি হয়। স্তন ক্যান্সার হওয়ার কারণ - # প্রথমত এর জন্য দায়ী আমাদের জীবনযাত্রার আমূল পরিবর্তন। যেমন আজকাল আমরা প্রচুর fast food খাই, সবুজ শাকসবজি খুবই কম খাই, কম শারীরিক পরিশ্রম করি- যার ফলে আমরা অতিরিক্ত স্থূলতায় ভুগছি। অতিরিক্ত স্থূলতা breast Cancer এক অন্যতম প্রধান কারণ। # দেরিতে বাচ্চা নেওয়া। # শিশুকে বুকের দুধ পানে অনিহা। যারা শিশুকে বুকের দুধ পান করান না তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।