স্তনে ঘামাচি বের হয়েছে। ব্রা ব্যবহার করতে পারছি না। চুল্কাচ্ছে। এর সমাধান কি?
Answers
-
Anonymous - 3 years ago
কিছু দিন ব্রা ব্যবহার করা বন্ধ রাখুন। যেকোন ঘামাচির পাউডার ব্যবহার করতে পারেন।
-
Anonymous - 3 years ago
স্তনে চুলকানি হলে সুগন্ধি সাবান, লোশন, পারফিউম ব্যবহার করা থেকে বিরত থাকুন। নখ দিয়ে চুলকাবেন না। স্তনের ত্বক খুবই নরম। এতে নখের আঘাতে ইনফেকশন হয়ে যেতে পারে। নিয়মিত গোসল করবেন। এবং গোসলের সময় পানিতে নিম পাতা বা স্যাভলন ব্যবহার করতে পারেন। কিছু দিন পিউর সুতি জামা কাপড় ব্যবহার করুন।
-
Anonymous - 3 years ago
ঢিলা ঢালা পোশাক পড়ুন। পরিষ্কার থাকুন। বাইরে না না গেলে ব্রা ব্যবহার করা থেকে বিরত থাকুন। হালকা মাসাজ দিতে পারেন। আপনি যদি বরফ দিয়ে মাসাজ দেন তবে অনেক টাই আরাম অনুভব করবেন।
-
Anonymous - 3 years ago
ঘামাচিতে উপকার পেতে সবচেয়ে সহজ উপায় হলো যে সব স্থানে ঘামাচি আছে, সেখানে বরফ ঘুষুন। ঠাণ্ডা পানিও ভালো আরাম দেয় ঘামাচিতে।