ব্রা এর মাপ নির্ধারণ করে কিভাবে?
Answers
-
Anonymous - 3 years ago
ব্রার সাইজ নির্ধারণ করার জন্য দুইটা জিনিস জানতে হবে। ব্যান্ড সাইজ আর কাপ সাইজ। প্রথমত ব্যান্ড সাইজের মাপ কিভাবে নিব তা দেখি - প্রথমে নিঃশ্বাস ছাড়ুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। তারপর মেঝের সাথে সমান্তরাল করে বুকের চারদিকে ফিতা দিয়ে বক্ষদেশের নিচে অর্থাৎ যেখানে ব্রা শেষ হয়ে গেছে সেখানে মাপ নিন। দশমিক সংখ্যা এলে কাছাকাছি পূর্ণসংখ্যা নিন। যেমন- যদি ২৬.৫ ইঞ্চি আসে বা তার কম হয় তবে ২৬ ধরবেন এবং ২৬.৬ ইঞ্চি বার তার বেশি হয় তবে ২৭ ধরবেন। যদি সংখ্যাটি জোড় হয় তবে তার সাথে ৪ যোগ করবেন। এবং যদি সংখ্যাটি বিজোড় হয় তবে তার সাথে ৫ যোগ করবেন। ধরুন – ব্রার নিচের মাপ আসছে ৩২। তাহলে তার সাথে ৪ যোগ করবেন। ৩২+৪ = ৩৬ আর বিজোড় বা ৩১ আসলে ৩১ + ৫ = ৬ । এর পর কাপ সাইড নির্ধারণ করতে হবে - সোজা হয়ে দাড়িয়ে হাত দুইদিকে ছেড়ে দিয়ে ব্রার উপরে যেখানে সর্বোচ্চ উঁচু সেখানে মাপ নিন। খেয়াল রাখবেন যাতে মাপের সময় ফিতা মেঝের সমান্তরাল থাকে। কোথাও উঁচু বা নিচু যেন না থাকে। দশমিক সংখ্যা আসলে কাছাকাছি সংখ্যা ধরে নিবেন। যেমন ৩৬.৫ ইঞ্চি আসে বা তার কম হয় তবে ৩৬ ইঞ্চি ধরবেন। যদি ৩৬.৬ বা তার বেশি আসে তবে ৩৭ ধরে নিবেন। এবার কাপ সাইজের কাপ থেকে ব্যান্ড সাইজের মাপ বিয়োগ দিন। এই সংখ্যাটি দিয়েই পেয়ে যাবে কাপের সাইজ। যেমন – যদি ব্যান্ড সাইজ যদি ৩৬ হয় আর কাপ সাইজ ৩৭ হয় তবে কাপ তবে, ৩৭ – ৩৬ = ১ মানে কাপ সাইজ হল A সংক্ষেপে, ব্যান্ড সাইজ (৩০+৪) = ৩৪ কাপ সাইজ ৩৭ ৩৭ – ৩৪ = ৩ অর্থ্যাৎ C