বাচ্চা ছেলে নাকি মেয়ে এটি কার উপর নির্ভর করে?
Answers
-
Anonymous - 3 years ago
বাবার উপর।
-
Anonymous - 3 years ago
আমাদের দেহে ৪৬টি ক্রোমোজোম রয়েছে। যার মধ্যে ৪৪টি অটোজম এবং বাকি ২টি ক্রোমোজোম। নারীর ক্রেমোজোম ৪৬ XX এবং পুরুষের ৪৬ XY। এখন, বাচ্চা আসতে হলে নারী পুরুষ উভয়ের থেকে অর্ধেক অর্ধেক সংখ্যক ক্রোমোজোম আসবে অর্থাৎ- নারী পুরুষ ৪৬ XX( ২৩X+২৩X) ৪৬XY(২৩X+২৩Y) বাবার ২৩ X+ মায়ের ২৩X= ৪৬XX= মেয়ে বাবার ২৩Y+ মায়ের ২৩ X= ৪৬ XY= ছেলে লক্ষ্য করে দেখেুন, ছেলে বা মেয়ে দুটো ক্ষেত্রেই মায়ের অংশের ক্রোমোজম কিন্তু ২৩X। সন্তান ছেলে হবে নাকি মেয়ে এটি নির্ভর করে পিতার উপর।