কম্পিউটারের ফ্যানের শব্দ অনেক বেশি।
Answers
-
Anonymous - 3 years ago
কম্পিউটার চালু হওয়ার সাথে প্রথম কয়েক সেকেন্ড ফ্যান শব্দ করা স্বাভাবিক। কিন্তু সমসময় বা কিছুক্ষণ চালানোর পর যদি শব্দ হয় এর মানে হচ্ছে সিপিইউ স্বাভাবিকের তুলনায় বেশি গরম হচ্ছে যার জন্য ফ্যানকে অধিক পরিমাণে ঘুরতে হয়। ফ্যানের শব্দ হওয়া যদি না কমে তবে দেখা উচিত কেন শব্দ হচ্ছে। সিপিইউ এর সমস্যা, নাকি যে ঘরে কম্পিউটার চালানো হচ্ছে সে ঘরে অধিক গরম নাকি ফ্যানের সমস্যা।