স্বপ্নদোষের জন্য কোন ঔষুধ খেতে হবে?
Answers
-
Anonymous - 3 years ago
জেনিটিন এই ওষুধ টি খেতে পারেন। তবে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন।
-
Anonymous - 3 years ago
স্বপ্ন দোষ হওয়া খারাপ কিছু নয়। আমাদের টেস্টিকলে বীর্য প্রতিনিয়ত উৎপন্ন হয়। যার কারণে বীর্য থলি পরিপূর্ণ হয়ে যায়। আর সেগুলো কমানো দরকার পড়ে। শরীর নিজে থেকে এগুলো বের করে দেয়। সেটি স্বপ্নদোষের মাধ্যমে, পায়খানা বা প্রসাবের সাথেও বাড়তি বীর্য বের করে দেয়। সপ্তাতে ২বার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক। আর এটি শরীরের জন্যও উপকারি। কিন্তু সপ্তাতে ২বারের বেশি হলে “জারনাইড” সিরাপ খেতে পারেন।