ডিপ্রেশন।
Answers
-
Anonymous - 3 years ago
তাদের ভালো করে বলেন যে আমাদের বাড়ির বিষয় থেকে দূরে থাকেন যদি তারপরও না থাকে তবে অসম্মান করে দেন। এতে রাগ করে তারা বিষয়টি থেকে দূরে থাকতে পারে । একটা কথা মনে রাখবেন আত্বীয় স্বজন কখনও ভালো কোন কিছু সহ্য করে না। তাদের সাথে কোন কিছু ডিসকাশ করার আগে অবশ্যই ভাববেন। নিজের বাড়ির সমস্যা নিজেই সমাধানের চেষ্টা করবেন। বাইরের মানুষ কখনও এর সমাধান করে দিতে পারবে না।