তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি?
Answers
-
Anonymous - 3 years ago
রাসুলুল্লাহ (সাঃ) তাহাজ্জুদ নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতেন। তিনি কখনো ৪ রাকাত, কখনো ৮ রাকাত এবং কখনো ১২ রাকাত পড়তেন এই নামাজ। রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি এশার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয়, সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী।" যে কোনো সুরা দিয়েই এ নামাজ পড়া যায়।