নামাজের সঠিক নিয়ম কি?
Answers
-
Anonymous - 3 years ago
নামাজের সঠিক নিয়ম গুলো হল : ১. কেবলামুখী হয়ে দাড়ানো। ২.নামাজের নিয়ত করা। ৩. দু হাত কাঁধ বরাবর অথবা কান বরাবর উঠাবে ও বলবে, আল্লাহু আকবার। ৪. এরপর ডান হাত দিয়ে বাম হাতের কব্জি ধরবে অথবা ডান হাত বাম হাতের ওপর রাখবে, হোক তা নাভির নিচে অথবা বুকের ওপরে। ৫. এরপর ছানা পাঠ করতে হবে। ৬. দোয়া ফাতিহা পড়তে হবে এবং তার সাথে অন্য আরেকটি সূরা। ৭. রুকুতে যেতে হবে এবং রুকু থেকে সোজা হয়ে দাড়াতে হবে। ৮. তারপর সিজদায় যেতে হবে এবং সেজদা থেকে ওঠতে হবে তারপর আরেকটি সেজদা দিতে হবে এবং ওঠে দাড়াতে হবে। ৯. প্রথম রাকাতের পর দ্বিতীয় রাকাত একই ভাবে পড়তে হবে, তাশহুদ পাঠ করতে হবে, তারপর দূরুদ ও দোয়া মাসুরা পড়তে হবে। ১০. তারপর সালাম ফিরিয়ে সালাত শেষ হবে।