স্তন ছোট বড় হওয়া কি স্বাভাবিক? চিকিৎসা কি?

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

আমার স্তন হঠাৎ লক্ষ করছি দুইটা দুই রকম। একটা ছোট একটা বড়। ঠিক ঠাক ব্রা ও পড়া যাচ্ছে না। উপর থেকে বুঝা যাচ্ছে তাই সারাক্ষণ ওরনা ইউজ করতে হচ্ছে। এর চিকিৎসা কি?

স্তন স্বাস্থ্য
  • avatar
    Anonymous - 2 years ago
    ভাইরে ভাই কে তুমি সেই হত্যভাগীনি।আমিও এই সমস্যায় ভুগছি। কারো সমাধান জানা থাকলে জানাবেন প্লিজ।

  • avatar
    Anonymous - 2 years ago
    আপু স্তন দুইটার আকৃতি দুই রকম হয়।এইটা নরমাল একটা বিষয়। আমি কিছুদিন আগে টিকটক ভিডিও দেখছিলাম tiktock cocacola boobs challenge যেটাতে প্রায় সবার স্তন দুইটা দুই রকম।মানে ছোট বড় এইটা বুজাই যাচ্ছে।

  • avatar
    Anonymous - 2 years ago
    স্বাভাবিক ভাবে বাম স্তন ডান স্তনের থ্বকে বড়ই থাকে। তবে খুব অল্প পার্থক্য থাকে। যদি বেশি পার্থক্য পরিলক্ষিত হয় তবে জ্বীনগত কারণে হয়ে থাকে। অর্থাৎ আপনার মা, দাদী, নানী কারো এরকম থাকলে আপনার হওয়াটা স্বাভাবিক। যদি এমনটা না হয় তবে পোশাক, চলাফেরা বা খাবারের কারণেও হয়ে থাকে। খুব বেশি টাইট পোশাক, ভুল সাইজের ব্রা বা বেশি ফ্যাট খাওয়ার কারণে হতে পারে। আবার ঘুমানোর সময় সবসময় একপাশ ঘুরে শুয়ে থাকাও কারণ হতে পারে। খাবারের ক্ষেত্রে সতর্ক হউন আর ম্যাসাজ ট্রাই করতে পারেন। অ্যালোভেরা, অলিভ অইল ইত্যাদি দিয়ে নিয়মিত ম্যাসাজ করতে এ সমস্যা দূর হতে পারে।

Authentication required

You must log in to post an answer.

Log in