কাজা নামাজের সঠিক নিয়ম কি?
Answers
-
Anonymous - 3 years ago
প্রথমত নামাজ কোন মতে কাজা করা যাবে না যদি আপনি নামাজ পড়তে ভুলে যান তবে যখন মনে পড়বে তখনই পড়ে নেন। তাছাড়া কোন কারণে যদি নামাজ কাজা হয় তবে আগে কাজা নামাজ পড়বেন তারপর যে ওয়াক্ত হয়েছে সেই ওয়াক্তের নামাজ আদায় করতে হবে।
-
Anonymous - 3 years ago
যদি কোনো এক ওয়াক্তের নামাজ কাজা হয়, তবে পরবর্তী ওয়াক্তের নামাজের আগেই কাজা পড়ে নিতে হবে। যেমন - কারো যদি যোহরের নামাজ কাজা হয় তবে সে আসরের নামাজের পূর্বে চার রাকাত ফরজ নামাজ আদায় করে নিবে। তারপর আসরের সালাত আদায় করতে হবে।