অন্ডকোষে ব্যথা।
Answers
-
Anonymous - 3 years ago
নানা কারণে অন্ডকোষ ব্যথা হতে পারে। যেমন- এসটিআই বা যৌনতাবাহিত ভাইরাস সংক্রমণের ফলে। বা ইউটিআই বা মূত্রাশয়ের সংক্রমণের ফলে। এই সব সংক্রমণের ফলে অন্ডকোষ ফুলে গিয়ে ব্যথা হয়। এই সমস্যা থেকে মুক্তির জন্য অনেকেই অ্যান্টিবায়োটিক খায়। তবে ঘরোয়া কিছু উপায়ে এই সমস্যার সমাধান পেতে পারেন – হলুদ : এক গ্লাস ঘোলের সাথে এক চা চামচ গুড়া হলুদ মিশিয়ে পান করুন। দিনে তিনবার এই পানীয়টি খেলে অন্ডকোষের ব্যথা কমে যাবে। কর্পূর ( মোমের মতন দেখতে স্বচ্ছ কঠিন পদার্থ ) : একটি ডিমের সাদা অংশ, মধু, কর্পূর ও গ্লিসারিন নিন সমপরিমান। তারপর সবগুলো উপাদান দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি অন্ডকোষে লাগান। অনেকটাই আরাম পাবেন। রসুন : ১/২ চা চামক রসুনের রসের সাথে এক টেবিল চামচ তিলের তেল নিন। কয়েকটি নিম পাতা পিষে পেষ্ট তৈরি করুন। তারসাথে সামান্য পেট্রোলিয়াম জেলি নিন। সব কয়টা উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অন্ডকোষে লাগান। দিনে ২/৩ দিন ব্যবহার করলে এর ফল পাবেন।