বিবাহ
Answers
-
Anonymous - 3 years ago
যদি তিনবার তালাক দেন তবে স্ত্রীর অন্য কোথায় বিয়ে হতে হবে এবং তার সাথে সহবাস হতে হবে এবং তারা যদি চায় যে একসাথে থাকবে না এবং ২য় স্বামী স্ত্রীকে তালাক দিবে তবে সেই স্ত্রী ১ম স্বামীর কাছে যেতে পারবে এবং সেই স্ত্রী ওই স্বামীর জন্য হালাল হবে।
-
Anonymous - 3 years ago
সুরা বাকারার ২৩০ নাম্বার আয়াতে বলা হয়েছে - (২৩০) অতঃপর উক্ত স্ত্রীকে যদি সে (তৃতীয়) তালাক দেয়, তবে যে পর্যন্ত না ঐ স্ত্রী অন্য স্বামীকে বিবাহ করবে, তার পক্ষে সে বৈধ হবে না। অতঃপর ঐ দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় এবং যদি উভয়ে মনে করে যে, তারা আল্লাহর সীমারেখা রক্ষা করে চলতে পারবে, তাহলে তাদের (পুনর্বিবাহের মাধ্যমে দাম্পত্য-জীবনে) ফিরে আসায় কোন দোষ নেই।[১] এ সব আল্লাহর নির্ধারিত সীমারেখা, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এগুলি স্পষ্টভাবে বর্ণনা করেন।