আমার একটি অন্ডকোষ বড়।
Answers
-
Anonymous - 3 years ago
এটা নিয়ে উত্তেজিত হওয়ার কিছু নেই।যৌনক্ষেত্রে এটিতে কোন সমস্যা করবে না।
-
Anonymous - 3 years ago
সাধারণত ডান দিকের অন্ডকোষ বাম দিকের থেকে ইক্টু বড় হয়। এটা শুধু মানুষের ক্ষেত্রে নয় বরং অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও হয়ে থাকে। তাই সামান্য ছোট বড় নিয়ে চিন্তার কোন বিষয় নাই। যদি খুব ছোট বড় হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
-
Anonymous - 3 years ago
অন্ডকোষ সাধারণত ছোট বড় হয় না। তবে বামের টা ডানের টা থেকে ইক্টু নিচে নেমে থাকে। অন্ডকোষ লাইট লুজ দুটোই হয়ে থাকে, তা কন্ডিশনের উপর নির্ভর করে। যেমন – গরমে কিছুটা ঝুলে থাকে এবং ঠান্ডায় একটু টাইট থাকে। অন্ডকোষ ঝুলে যাওয়া কোন সমস্যা নয়। অন্ডকোষের কাজ হয় শুক্রাণুর জন্য যথাযথ তাপমাত্রা যোগান দেয়া। যেহেতু গরমে তাপমাত্রা বেশি থাকে তাই অন্ডকোষ ঝুলে শরীরের নিচের দিকে ঝুলে থাকে এবং শুক্রাণুকে যথাযথ তাপমাত্রায় সংরক্ষণ করে। যদি অন্ডকোষ ঝুলে না যেত তবে শরীরের সাথে লেগে থাকলে (শীতকালে) অতিরিক্ত তাপ পেত। যেটি শুক্রাণু তৈরিতে ব্যাঘাত ঘটায়। অন্ডকোষ প্রসারিত হয় ক্রিমাস্টার নামক পেশীর জন্য। তবে অন্ডকোষ যদি অনেক বেশি ঝুলে যায় তবে সমস্যা আছে। সেক্ষেত্রে আপনাকে একজন ভালো সার্জারি বিশেষজ্ঞ এর সাথে পরামর্শ নিতে হবে।