আমার সিম টা আমার দুলাভাই এর নামে রেজিষ্ট্রেশন করা। সিমটা ইনসার্ট দেখাচ্ছে। সিম টা কি আমাকে আবার তুলা লাগবে। আর যদি তুলা লাগে তবে কি আমি আমার নামে রেজিষ্ট্রেশন করতে পারব? দয়া করে কেউ জানায়েন।
Answers
-
Anonymous - 3 years ago
আপনার সিমটি যদি ইনসার্ট দেখায় তবে নতুন সিম তুলতে হবে। আর যদি আপানার নামে করতে চান তবে করা যাবে। তার জন্য আপনাকে যা করা লাগবে তা হল আপনার দুলাভাই কে সাথে নিয়ে যেতে হবে কাষ্টমার কেয়ারে। ওই খানে গিয়ে সব বললেই হবে। সাথে আপনার ও আপনার দুলাভাই এর আইডি কার্ড নিয়ে যেতে হবে। তারপর বাকি কাজ কাস্টমার কেয়ার করে দিবে।