আমার আর ১ বছর ১ মাস বাকি আসে। ৩০ বছর হতে। আমি এতো দিন সরকারি চাকরি চেষ্টা করি নাই। সেই ২০২০ সালে মাস্টার্স শেষ করি। তারপর থেকে স্টাডির সাথে কানেকশন নাই। এখন পরামর্শ চাচ্ছি। বাকি এই এক বছর এ ক

Anonymous 2 years ago
আমার আর ১ বছর ১ মাস বাকি আসে। ৩০ বছর হতে। আমি এতো দিন সরকারি চাকরি চেষ্টা করি নাই। সেই ২০২০ সালে মাস্টার্স শেষ করি। তারপর থেকে স্টাডির সাথে কানেকশন নাই। এখন পরামর্শ চাচ্ছি। বাকি এই এক বছর এ কি বিসিএস বা ভালো সরকারি চাকরি পাওয়া পসিবল যদি প্রপার ওয়ে তে স্টাডি করা হয়। যদিও এই বয়সে এতদিন গ্যাপ দিয়ে আবার পরিপূর্ণ ভাবে পড়া বেশি কঠিন। পরামর্শ চাচ্ছি কি করবো?? সরকারি চাকরির চেষ্ট করবো নাকি এই চিন্তাই বাদ দিয়ে যে কাজ করছি তাই করবো। যদি পড়ি,তাহলে কিভাবে কি শুরু করবো পরামর্শ দিবেন। সব ভুলে গেসি আগের পড়া। একদম নিউ করে আবার ধরা লাগবে।
Answers
There are no comments yet.