কবিরা গুনাহ কোন গুলো? কবিরা গুনাহ সম্পর্কে জানতে চাই?
Answers
-
Anonymous - 3 years ago
কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো কুফর ও শিরক। কিছু কবিরা গুনাহ গুলো নিচে দেওয়া হল : ১. আল্লাহর সাথে শিরক করা। এটি জঘন্যতম পাপ। ২. নিজের স্ত্রী/স্বামী ব্যতীত অন্য কোন নারী/পুরুষের সাথে অবৈধ সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ যিনা ব্যভিচার করা। ৩. আত্বীয়তার সম্পর্ক ছিন্ন করা। ৪. ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা বা খুন করা। ৫. জাদু-টোনা (black magic) করা বা এতে লিপ্ত হওয়া। জাদু-টোনায় বিশ্বাস স্থাপন করা। ৬. কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়া। ৭. সুদ দেয়া বা নেওয়া। ৮. এতীমের সম্পদ আত্মসাৎ করা। ৯. মদ পান করা বা নেশা জাতীয় দ্রব্য সেবন করা। ১০. মিথ্যা স্বপ্ন বর্ণনা করা। ১১. সাহাবী (রাঃ)-দের কাউকে গালি দেয়া। ১২. দুনিয়া কামানোর উদ্দেশ্যে দীনী ইলম অর্জন করা। ১৩. শ্রমিকের পাওনা বা মজুরী পরিশোধ না করা অথবা মজুরী কম দেয়া। ১৪. আল্লাহর উপর ভরসা না করে তাবিজ-কবজ, রিং, সুতা ইত্যাদির উপর ভরসা করা। ১৫. কবরে বা মাজারে সিজদা করা। ১৬. চুল বা দাড়িতে মেহেদী ব্যাতীত কালো বা অন্য কোন রঙ লাগানো। ১৭. সৌন্দর্যের উদ্দেশ্যে মুখ মণ্ডলের চুল তুলে ফেলা বা ভ্রু চিকন করা বা ভ্রু প্লাগ করা। পরচুলা ব্যবহার করা। সৌন্দর্যের উদ্দেশ্যে দাঁত চিকন করা। ১৮. মাপে বা ওজনে কম দেয়া। ১৯. )মানুষ বা যে কোন প্রানীর ছবি আঁকা। ২০. লোক দেখানো এবাদত করা।