গোপনাঙ্গের চুল সহজে তোলার উপায় কি?
Answers
-
Anonymous - 3 years ago
গোপনাঙ্গের চুল তোলার জন্য আপনি সেভ করতে পারেন। কিন্তু সেভ করলে চুল মোটা হয়ে যায়। তাই আপনি চাইলে চুল উপরাতে পারেন। যেমন - ওয়াক্সিং চিনির মিশ্রণ দিয়ে গোপনাঙ্গের চুল দূর করুন খুব সহজেই। এই কাজটি আপনি ঘরে বসে একা একা করতে পারবেন। এইটি করতে যা যা লাগবে - একটি বাটিতে ৩ টেবিল চামচ চিনি ১ টেবিল চামচ মধু ও লেবুর রস দিয়ে ভালো করে একটি পেস্ট তৈরি করুন। তারপর সেটি হালকা তাপে চুলার উপর দিয়ে নাড়তে থাকুন। হালকা ঘন লাল রঙ আসলে সেটি চুলার উপর থেকে নামিয়ে নিন। কিছুক্ষণ পরে পেস্টটি লাগান এবং তারপর ওয়াক্সিং টেপ দিয়ে তুলে ফেলুন। এতে আপনার চুল দেরিতে আসবে এবং পাতলা হয়ে যাবে।