প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরিক্ষা ২০২২ এর নিয়ম।

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

১. প্রার্থী কে পরিক্ষা শুরুর ১ ঘণ্টা আগে কেন্দ্র উপস্থিত হতে হবে। (পরিক্ষা সকাল ১১ টায় আরম্ভ হলে প্রার্থী কে ১০ টা কেন্দ্র উপস্থিত হতে হবে। প্রার্থীকে ১০.৩০ এর পরে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।) ২. ও এম আর শিট পাওয়ার পর প্রার্থী কে বাংলাদেশ বিষয় নিয়ে বাংলায় ও ইংরেজিতে ৩ বাক্য লিখতে হবে। কোন প্রার্থী যদি এই কাজটি না করে তবে তার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না। ৩. প্রার্থী কে নিজ প্রবেশপত্র দেখে নাম রোল বা রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। ৪. এরপর সেট কোড বৃত্ত ভরাট করতে হবে। এক্ষেত্রে সেট কোড প্রার্থীর প্রবেশপত্রে দেয়া থাকবে। নিজ প্রবেশপত্র দেখে সেট কোড বৃত্ত ভরাট করতে হবে। এমনটি না করলে উত্তরপত্র মূল্যায়িত হবে না। ৫. সেট কোডের বিবরিতে প্রার্থী কে একটি নাম্বার বলা হবে। (নাম্বারটি কেন্দ্রের পরিক্ষকরা বোর্ডে লিখে দিবে। প্রার্থীর দায়িত্ব হবে তার সেট কোডের বিপরীতে যে নাম্বার বোর্ডে লিখা থাকবে সে সেই নাম্বারের প্রশ্নপত্র সংগ্রহ করবে। কোন প্রার্থী যদি ভুল কোডের প্রশ্নপত্র নেয় তাহলে তার উত্তরপত্র মূল্যায়ন হবে না।) ৬. প্রার্থী কোন ভাবেই ১ ঘণ্টার আগে পরিক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। ৭. কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না। যেমনঃ ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর ইত্যাদি। ৮. বৃত্ত ভরাট করতে অবশ্যই বল পয়েন্ট কালি ব্যবহার করতে হবে। পেন্সিল বা অন্য কোন কালি ব্যবহার করা যাবে না। ৯. পরিক্ষার সময় শেষ হওয়ার পর প্রার্থী কে উত্তরপত্র ও প্রশ্নপত্র উভয়ই জমা দিয়ে পরিক্ষার কক্ষ ত্যাগ করতে হবে। কেউ যদি প্রশ্নপত্র বা উত্তরপত্র জমা দিতে অসম্নতি জানায় বা না দেয় তবে তাকে আইনের আওতায় আনা হবে।

শিক্ষা
There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Similar Questions