প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের প্রথম নৌবহরের নাম-
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশ বিষয়াবলি 05 Oct, 2018
প্রশ্ন বাংলাদেশের প্রথম নৌবহরের নাম-
সঠিক উত্তর
এখানে সঠিক উত্তর নেই।
ব্যাখ্যা
নৌবর হচ্ছে অনেকগুলো যুদ্ধ জাহাজের একেকটি সমষ্টি এবং কোনো নৌবাহিনীর অন্তর্গত বৃহত্তম একক। বাংলাদেশের কোনো নৌবহর নেই। তবে দেশে বর্তমানে ১৪টি নৌঘাঁটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে চট্টগ্রামে। বানৌজা শাহীদ মোয়াজ্জেম নৌঘাঁটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ সালে। খুলনায় অবস্থিত বানৌজা তিতুমীর নিমার্ণ করা হয় ১৯৭৬ সালে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি ঢাকার খিলক্ষেতে অবস্থিত।
মন্তব্য
Authentication required
You must log in to post an answer.
Log in