আন্তর্জাতিক বিষয়াবলি

151. বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত ?

  • ক. নিউইয়র্কে
  • খ. শিকাগোতে
  • গ. টোকিওতে
  • ঘ. লন্ডনে

উত্তরঃ টোকিওতে

বিস্তারিত

152. ‘হ্যারি পটার’ কী?

  • ক. গ্রিসে
  • খ. মেসোপটেমিয়ায়
  • গ. রোমে
  • ঘ. ভারতে

উত্তরঃ মেসোপটেমিয়ায়

বিস্তারিত

153. ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?

  • ক. বাংলাদেশ
  • খ. তুরস্ক
  • গ. মালয়েশিয়া
  • ঘ. মরক্কো

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

154. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে?

  • ক. নভেম্বর ২০০৩, ভারতের বোলোর
  • খ. ডিসেম্বর ২০০৩, কানাডার অটোয়া
  • গ. জানুয়ারি ২০০৪, পাকিস্তানের ইসলামাবাদ
  • ঘ. সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন

উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩, মেক্সিকোর কানকুন

বিস্তারিত

155. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল?

  • ক. যুক্তরাজ্য
  • খ. যুক্তরাষ্ট্র
  • গ. কোরিয়া
  • ঘ. কিউবা

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

156. ইসরাইল-প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কী?

  • ক. সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা
  • খ. দুটি রাষ্ট্রের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন
  • গ. দুটি রাষ্ট্রের মধ্যে অবাধ বাণিজ্য স্থাপন
  • ঘ. দুটি রাষ্ট্রের মধ্যে সীমানা চিহ্নিতকরণ

উত্তরঃ সহিংসতা বন্ধ করে ২০০৫ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা

বিস্তারিত

157. নিম্নের কোন দেশটি জি-৮ ভুক্ত দেশ নয় ?

  • ক. ফ্রান্স
  • খ. যুক্তরাজ্য
  • গ. রাশিয়া
  • ঘ. নেদারল্যান্ডস

উত্তরঃ নেদারল্যান্ডস

বিস্তারিত

158. ব্রেটন উডস ইসস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বুঝায়?

  • ক. আইএমএফ
  • খ. বিশ্বব্যাংক
  • গ. এডিবি
  • ঘ. আইডিবি

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

159. প্রথম ক্লোন ‘ইভ’ এর জম্ম - তারিখ কী?

  • ক. নভেম্বর ২০, ২০০২
  • খ. ডিসেম্বর ২৬, ২০০২
  • গ. জানুয়ারি ৭, ২০০৩
  • ঘ. মার্চ ২৩, ২০০৩

উত্তরঃ ডিসেম্বর ২৬, ২০০২

বিস্তারিত

160. 'A Long Walk to Freedom' বইটির লেখক কে?

  • ক. হোসে সামও
  • খ. রবার্ট মুগাবে
  • গ. নেলসন ম্যান্ডেলা
  • ঘ. অং সান সুচি

উত্তরঃ নেলসন ম্যান্ডেলা

বিস্তারিত

161. ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে?

  • ক. ইসরাইল ও জর্ডান
  • খ. দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
  • গ. চীন ও তাইওয়ান
  • ঘ. ভারত ও পাকিস্তান

উত্তরঃ ভারত ও পাকিস্তান

বিস্তারিত

162. বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে?

  • ক. ১৯০৫
  • খ. ১৬১৬
  • গ. ১৯২৩
  • ঘ. ১৯১১

উত্তরঃ ১৯১১

বিস্তারিত

163. IUCN - এর কাজ হলো বিশ্বব্যাপী-

  • ক. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  • খ. মানবাধিকার সংরক্ষণ করা
  • গ. পানি সম্পদ সংরক্ষণ করা
  • ঘ. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা

উত্তরঃ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা

বিস্তারিত

164. কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?

  • ক. কার্পাস
  • খ. লোহা
  • গ. কাগজ
  • ঘ. বস্ত্র

উত্তরঃ কাগজ

বিস্তারিত

165. নিউজিল্যান্ডের অধিবাসীদের কী বলা হয়?

  • ক. কুর্দি
  • খ. তাতারু
  • গ. রেড ইন্ডিয়ান
  • ঘ. মাউরী

উত্তরঃ মাউরী

বিস্তারিত

166. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?

  • ক. কোপেনহেগেন
  • খ. লন্ডন
  • গ. রোম
  • ঘ. ব্রাসেলস

উত্তরঃ ব্রাসেলস

বিস্তারিত

167. কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্ভুক্ত?

  • ক. নাউরু
  • খ. কেনিয়া
  • গ. কিউবা
  • ঘ. গায়ানা

উত্তরঃ নাউরু

বিস্তারিত

168. আফগানিস্তানের প্রধান ভাষা কোনটি?

  • ক. আফগানি
  • খ. ফার্সি
  • গ. পশতু
  • ঘ. তুর্কি

উত্তরঃ পশতু

বিস্তারিত

169. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?

  • ক. ৩০ আগষ্ট, ২০০২
  • খ. ৭ সেপ্টেম্বর, ২০০২
  • গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
  • ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২

উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২

বিস্তারিত

170. ইন্দোনেশিয়ার পর্যটক কেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?

  • ক. ১০ অক্টোবর, ২০০২
  • খ. ১২ অক্টোবর, ২০০২
  • গ. ১০ নভেম্বর, ২০০২
  • ঘ. ১২ নভেম্বর, ২০০২

উত্তরঃ ১২ অক্টোবর, ২০০২

বিস্তারিত

171. ‘নাগার্নো - কারাবাখ’ কোন দুটি দেশের করিডোর?

  • ক. আজারবাইজান-আর্মেনিয়া
  • খ. আর্মেনিয়া - লাটভিয়া
  • গ. কাজাখস্তান-আজারবাইজান
  • ঘ. রাশিয়া-আর্মেনিয়া

উত্তরঃ আজারবাইজান-আর্মেনিয়া

বিস্তারিত

172. কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয়?

  • ক. ১৯৮৮ সালে
  • খ. ১৯৮৯ সালে
  • গ. ১৯৯০ সালে
  • ঘ. ১৯৯১ সালে

উত্তরঃ ১৯৮৯ সালে

বিস্তারিত

174. ‘ব্ল্যাক ক্যাট’ কোন দেশের কমান্ডো বাহিনী?

  • ক. নেপাল
  • খ. ভারত
  • গ. মিয়ানমার
  • ঘ. ইরান

উত্তরঃ ইরান

বিস্তারিত

175. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল -এর সদর দপ্তর কোথায়?

  • ক. প্যারিস
  • খ. জেনেভা
  • গ. রোম
  • ঘ. লন্ডন

উত্তরঃ লন্ডন

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects