আন্তর্জাতিক বিষয়াবলি

201. ইসলামী সম্মেলন সংস্থার হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়?

  • ক. তেহরান
  • খ. জেদ্দা
  • গ. কায়রো
  • ঘ. রিয়াদ

উত্তরঃ জেদ্দা

বিস্তারিত

202. অমর্ত্য সেনে কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?

  • ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
  • খ. উন্নয়নের গতিধারা
  • গ. মাইক্রো ক্রেডিট
  • ঘ. বৈদেশিক সাহায্য

উত্তরঃ দুর্ভিক্ষ ও দারিদ্র্য

বিস্তারিত

205. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?

  • ক. ১৯৫
  • খ. ১৮৯
  • গ. ৭০
  • ঘ. ১৭৫

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

206. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?

  • ক. স্বস্তি পরিষদে
  • খ. সাধারণ পরিষদের অধিবেশনে
  • গ. ইকোসোকে (ECOSOC)
  • ঘ. ইউনেসকোতে (UNESCO)

উত্তরঃ সাধারণ পরিষদের অধিবেশনে

বিস্তারিত

207. রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত টন?

  • ক. ১২,৮০০
  • খ. ১৩,৯০০
  • গ. ১৪.২০০
  • ঘ. ১৫,০০

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

208. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?

  • ক. সুইডেন
  • খ. নাইজেরিয়া
  • গ. বাংলাদেশ
  • ঘ. ভারত

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

210. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?

  • ক. প্রেসিডেন্ট কিম দায়ে জং
  • খ. হোমেস জে হেকম্যান
  • গ. গাও সিংজিয়ান
  • ঘ. এরিক ক্যান্ডেল

উত্তরঃ প্রেসিডেন্ট কিম দায়ে জং

বিস্তারিত

211. হেলসিংকি কোন দেশের রাজধানী?

  • ক. সুইডেন
  • খ. নরওয়ে
  • গ. ফিনল্যান্ড
  • ঘ. পোল্যান্ড

উত্তরঃ ফিনল্যান্ড

বিস্তারিত

212. সুইডেনের মুদ্রার নাম কী?

  • ক. পাউন্ড
  • খ. ডলার
  • গ. ক্রোনা
  • ঘ. পিসো

উত্তরঃ ক্রোনা

বিস্তারিত

213. NAM -এর বর্তমান সদস্য কত?

  • ক. ১০০
  • খ. ১১০
  • গ. ১১৪
  • ঘ. ১২০

উত্তরঃ ১২০

বিস্তারিত

214. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?

  • ক. মার্লবোরো হাউস
  • খ. হোয়াইট হাউস
  • গ. বার্কিংহাম প্রাসাদ
  • ঘ. দি চেকার্স

উত্তরঃ মার্লবোরো হাউস

বিস্তারিত

215. সতীদাহ প্রথা কবে রহিত হয়?

  • ক. ১৮১৯
  • খ. ১৮২৯
  • গ. ১৮৩৯
  • ঘ. ১৮৪৯

উত্তরঃ ১৮২৯

বিস্তারিত

216. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লি
  • গ. কলম্বো
  • ঘ. কাঠমুন্ডু

উত্তরঃ কাঠমুন্ডু

বিস্তারিত

217. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

  • ক. ভারতে
  • খ. বাংলাদেশে
  • গ. শ্রীলঙ্কায়
  • ঘ. মালদ্বীপে

উত্তরঃ মালদ্বীপে

বিস্তারিত

218. OPEC - ভুক্ত দেশ কয়টি?

  • ক. ১০টি
  • খ. ১১টি
  • গ. ৮টি
  • ঘ. ১২টি

উত্তরঃ ১২টি

বিস্তারিত

219. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৯৪১
  • খ. ১৯৪৫
  • গ. ১৮৪৯
  • ঘ. ১৯৫১

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

221. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?

  • ক. ইনকথা ফ্রিডম পার্টি
  • খ. ন্যাশনালিস্ট পার্টি
  • গ. আফ্রিকান সোস্যালিস্ট পার্টি
  • ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

উত্তরঃ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

বিস্তারিত

222. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?

  • ক. জেনারেল হারিরি
  • খ. মেঘবতী সুকর্ণপুত্রী
  • গ. আবদুর রহমান ওয়াহিদ
  • ঘ. জেনারেল রিয়ান্তো

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

223. সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?

  • ক. নাইজেরিয়া
  • খ. শ্রীলঙ্কা
  • গ. পাকিস্তান
  • ঘ. ভারত

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

224. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?

  • ক. রোম
  • খ. সিডনি
  • গ. মস্কো
  • ঘ. টরেন্টো

উত্তরঃ সিডনি

বিস্তারিত

225. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

  • ক. ন্যাটো (NATO)
  • খ. সিটিবিটি (CTBT)
  • গ. এনপিটি (NPT)
  • ঘ. সল্ট (SALT)

উত্তরঃ সিটিবিটি (CTBT)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects