নামাজ সম্পর্কে।
Answers
-
Anonymous - 3 years ago
হাদিস শরীফে বিতরের নামাজ পড়ার কয়েকটি নিয়ম দেখা যায়। সেগুলোর আলোকে বিভিন্ন মাজহাবে একাধিক নিয়মে বিতরের নামাজ আদায়ের পদ্ধতি দেখা যায়। হানাফি মাজহাবে যে পদ্ধতি অনুসরণ করা হয়, তা হল - বিতর নামাজ তিন রাকাত। অন্য ফরজ নামাজের মতো দুই রাকাত নামাজ পড়ে ১ম বৈঠকে বসে তাশাহুদ পাঠ করতে হয়। কিন্তু সালাম না ফিরেয়ে তৃতীয় রাকাতের জন্য উঠে সুরা ফাতিহার সাথে অন্য সুরা পড়তে হয় , কিরাত শেষে তাকবির বলে দুহাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো হাত বাধবে। তারপর নিঃশব্দে কুনুত দোয়া পড়তে হবে। দোয়া কুনুত পড়ার পর রুকু তারপর সিজদায় যেতে হবে। সিজদা শেষে তাশাহহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে বিতর নামাজ শেষ হবে।