হালকি নফল কি নামাজ।
Answers
-
Anonymous - 2 years ago
বিতরের নামাজের পরে দুই রাকাত নফল নামাজের বিষয়ে রাসুল (সা.)-এর হাদিস রয়েছে। তবে রাসূল (সা.) এই নফল নামাজটি বসে আদায় করার নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানি (রা.) মেশকাতের তাহকিকের মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন। যদি কেউ এই নামাজ দুই রাকাত পড়তে চান, তাহলে পড়তে পারেন। এটি বাধ্যতামূলক না, নফল নামাজ চাইলে পড়তে পারবেন। তবে এ বিষয়ক প্রচলিত জাল ও ভিত্তিহীন কথার মধ্যে রয়েছে: ‘‘বেতের নামাজ পড়ার পর দুই রাকাত নফল নামাজ পড়লে একশত রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সূরা একলাস ৩ বার করিয়া পাঠ করিয়া নামাজ আদায় করিতে হয়। এগুলি সবই ভিত্তিহীন কথা বলে প্রামাণিত হয়।