বাসে বা মাইক্রো তে জার্নি করলে বমি লাগে।লং জার্নি করতে পারিনা।
Answers
-
Anonymous - 3 years ago
এই জন্য যা করবেন তা হল - ১. গাড়ির জানালার পাশের সিটে বসবেন। ভেতরে বাতাস আসতে দিবেন। ২. চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার করবেন না। ৩. বমি ভাব লাগলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। ৪. কমলা বা লেবু রাখতে পারেন সাথে। ৫. দারচিনিও ব্যবহার করতে পারেন। ৬. চুইংগাম খেতে পারেন। ৭. গাড়ির সামনের দিকে বসার চেষ্টা করবেন। ৮. গাড়ি যেই দিকে চলে তার বিপরীত দিকে মুখ করে বসবেন না।