বাংলাদেশে কি তেলের খনি রয়েছে?
Answers
-
Anonymous - 3 years ago
বাংলাদেশ দুটি পুরোনো গ্যাসক্ষেত্র সিলেটের কৈলাসটিলা ও হরিপুরে তেলের মজুদের সন্ধ্যান পেয়েছে বলে জানাচ্ছেন বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। পেট্রোবাংলা জানিয়েছেন, এই দুটি জায়গাতে তেলের মজুদের পরিমান ১৩৭ মিলিয়ন ব্যারেল হলেও উত্তোলন করা সম্ভব হবে ৫৫ মিলিয়ন ব্যারেল।