জ্বর সর্দিতে কোন ওষুধ খাব?
Answers
-
Anonymous - 3 years ago
জ্বর হওয়ার প্রথম৩ দিন শুধু সঠিক পরিমাণে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। জ্বর কমানোর জন্য প্যারাসিটামলের পরিবর্তে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য কোনো ব্যথানাশক ওষুধ যেমন- অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাবেন না। বেশি বেশি পানি খাবেন। যখন জ্বর আসবে তখন মাথায় পানি পট্টি দিবেন। তাছাড়া জ্বর সর্দি কাশি থাকলে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন।