জ্বরসোটা সম্পর্কে।
Answers
-
Anonymous - 3 years ago
জ্বরঠোস বা জ্বরঠোসা কে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ফিভার ব্লিস্টার। এটি হলে যা করবেন - ১. ক্রিম বা লিপবাম ব্যবহার করবেন। ২. বেশি পানি পান করবেন। ৩. নিজের ব্যবহৃত জিনিস যেমন লিপস্টিক, গ্লাস বা কাপ কাউকে ব্যবহার করতে দিবেন না। ৪. ছোট বাচ্চাদের চুমু খাবেন না। ৫. পুষ্টিকর খাবার খাবেন। ৬. মানসিক চাপ মুক্ত থাকুন। ৭. লিপকিস করা থেকে বিরত থাকুন।