মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করলে কি মোবাইলের ক্ষতি হয়?
Answers
-
Anonymous - 3 years ago
যদি ব্যাটারি বা চার্জার ইলেকট্রনিকসে কোনো কারিগরি ত্রুটি না থাকে, তবে দ্রুতগতির চার্জার ব্যবহারের দীর্ঘ মেয়াদে ব্যাটারির কোনো ক্ষতি হয় না। .এ সময় ধীরে চার্জ না হলে ব্যাটারির ক্ষতি হতে পারে ভেবে সে অনুযায়ী চার্জারের ব্যবস্থা থাকে।
-
Anonymous - 3 years ago
তেমন কোন সমস্যা হয় না। তবে চার্জে দিয়ে ফোন ব্যবহার করলে ফোন অতিরিক্ত গরম হওয়ার সম্ভাবনা আছে।