স্তন বড় করার উপায়?
Answers
-
Anonymous - 3 years ago
স্তন বড় করার জন্য আপনাকে যা করতে হবে - - হাত ঘষে গরম করে দুই হাত স্তনের নিচে হালকা চেপে ধরে ডানহাত ঘড়ির কাটার দিকে আর বাম হাতে ঘড়ির কাটার উল্টা দিকের মত ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করুন। - বেশি কিছু ব্যায়াম আছে । যেগুলো রেগুলোর করতে পারেন। - স্তন অনেকটা আপনার শরীরের উপর নির্ভর করে। আপনার শরীর যদি পাতলা হয় তবে স্তন ছোট হবে এটাই স্বাভাবিক। আপনি যদি ওজন বৃদ্ধি করেন তবে সেই সাথে আপনার স্তনও বাড়বে। - বাজারে বেশ কিছু ক্রিম পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ব্যবহারের আগে পুরো রিসার্চ করে ব্যবহার করবেন।