জন্ডিসের লক্ষ্মণ কি?
Answers
-
Anonymous - 3 years ago
জন্ডিস কোন অসুখ নয়, কেবল অসুখের লক্ষণ। জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় এবং ত্বক, চোখের সাদা অংশ এবং অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। তাছাড়া পেট ব্যথা করে, বমি বমি ভাব লাগে, প্রসাব হলুদ হয়। জন্ডিসের তেমন কোন চিকিৎসা নেই। প্রতিরোধই এই অসুখ থেকে মুক্তির উপায়।
-
Anonymous - 3 years ago
যখন শরীরে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় তখন জন্ডিস হয়। বিলিরুবিন হল একটি পদার্থ, যা শরীরে রক্তচলাচল ব্যবস্থাতে প্রভাব ফেলে ক্ষতিগ্রস্থ করে। জন্ডিসে আক্রান্ত হলে চোখ ও ত্বক হলুদ হয়ে যায়।