হঠাৎ পা ব্যথা।
Answers
-
Anonymous - 3 years ago
গ্রীষ্ম ও শীত কালে এমন পায়ের ব্যথা হতে পারে । এর কারণ স্নায়ুজনীত সমস্যা বা পেশির সমস্যা নয়। গ্রীষ্মকালে ভিটামিন ডি এর মাত্রা বেশি থাকে বলে স্নায়ুর বৃদ্ধি ও ক্ষয়পূরণ বেশি সক্রিয় হয়। ভিটামিন ডি সর্বোচ্চ মাত্রায় পৌঁছালে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয়, ফলে ব্যথা হতে পারে।
-
Anonymous - 3 years ago
পানির অভাবে রক্তে ইলেকট্রোলাইট এর ভারসাম্যে তারতম্য দেখা দেয়, ফলে ব্যথা হয়। তাই রাতে পা ব্যথা হলে পানি পান করতে পারেন। আক্রান্ত স্থানে মালিশ করা উচিত ঠিক নয়।
-
Anonymous - 3 years ago
হঠাৎ পা বা হাত ব্যথার কারণ হতে পারে - ১. ঋতু পরিবর্তন। গ্রীষ্ম কালে ভিটামিন ডি এর পরিমাণ বেশি থাকে। যা স্নায়ুর বৃদ্ধি ও ক্ষয়পূরণ বেশি সক্রিয় হয়। ভিটামিন ডি মাত্রায় বেশি হলে এই প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হয়, ফলে ব্যথা হতে পারে। ২. বেশি সময় দাড়িয়ে থাকলে এই সমস্যা হতে পারে। ৩. বাত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এমনকি হতাশা থেকেও পা ব্যথা হতে পারে। ৪. পুষ্টির অভাবে পায়ে ব্যথা হতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে যত্নবান হতে হবে।