পাইলস কেন হয়?
Answers
-
Anonymous - 3 years ago
কোলনের শিরায় চাপ পড়ে তাই শিরা স্ফীত হয়। যে কারণে পাইলস হয়। প্রথম দিকে ওষুধ ও সাবধানতা মেনে চললে সেরে যায়। তবে, জটিল আকার ধারণ করলে সার্জারি ছাড়া কোন উপায় থাকে না।
-
Anonymous - 3 years ago
বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে। যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয়। এর নাম হেমোরয়েডস বা পাইলস। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ এবং প্রদাহ হয়, চাপ পড়ে তখন হেমোরয়েডস বা পাইলসে প্রদাহ হয়।