শর্টকাট ভাইরাস কিভাবে রিমুভ করতে হয়?

Back to Ask Report

avatar

Anonymous 2 years ago

শর্টকাট ভাইরাস কিভাবে রিমুভ করতে হয়?

তথ্য প্রযুক্তি
  • avatar
    Anonymous - 2 years ago
    শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি Step follow করতে হবে । আকান্তা পেনড্রাইভের জন্য : • প্রথমে পেনড্রাইভটিকে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হবে। • এরপর cmd কমান্ড এ যেতে হবে। • পেনড্রাইভের লেটারটি লিখে ইন্টার দিন। যেমন : I • নিচের কোড নির্ভুলভাবে তুলুন। • কোডটি হল : atrib – s – h/s/d ** • এরপর Enter key Press করুন। • এবার দেখুন পেনড্রাইভে আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা? • এই পর্যায়ে আপনার গুরুত্ব পূর্ণ ডেটা বা তথ্য গুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন। • হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত। ভাইরাসযুক্ত কম্পিউটারের জন্য : • Key board এর Ctrl + Shift + esc বাটনে চাপ দিন। • Process Tab এ যান। • তারপর wscript exe ফাইলটি সিলেক্ট করুন। • End Process এ Click করুন। • এবার আপনার কম্পিউটাররের C / ড্রাইভে যান। • Search Box এ wscript লিখে সার্চ করুন। • Wscript নামের সব File গুলো shift + Delete এ চাপ দিন। • যে ফাইলগুলো ডিলিট হচ্ছে না ঐগুলো স্কিপ করে দিন। • এবার Run এ যান। • Wscript exe লিখে এন্টার বাটনে চাপ দিন। • Stop script after specified number of seconds এ 1 দিয়ে apply করুন। • কাজ শেষ। এখন আপনার কাম্পিউটার হয়ে গেল শর্টকাট ভাইরাস মুক্ত। আর কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আপনার কম্পিউটারে ঢুকবে না। অনাক্রান্ত কম্পিউটারের জন্য : • প্রথমে Run এ যান। • Wscript exe লিখে এন্টার বাটনে চাপ দিন। • Stop scriopt after specified number of seconds এ ১ দিয়ে apply করুন। • কাজ শেষ। এবার অন্যের পেনড্রাইভ এর শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটার বা ল্যাপটপে ঢুকবে না।

Authentication required

You must log in to post an answer.

Log in

Similar Questions