মালভূমি কি?
Answers
-
Anonymous - 4 years ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে।
-
Anonymous - 4 years ago
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটারের অধিক উঁচুতে অবস্থিত খাড়া ঢালযুক্ত ঢেউখেলানাে বিস্তীর্ণ ভূমিভাগকে মালভূমি বলা হয়। মালভূমির বৈশিষ্ট্য : ১. মালভূমি হল বিস্তীর্ণ উঁচুভূমি। ২. মালভূমি খাড়া ঢালে সমভূমির সঙ্গে মিলিত হয়। মালভূমির উপরিভাগ ঢেউখেলানাে বা তরঙ্গায়িত হয়। ৩. মালভূমির মধ্যে ক্ষয়জাত পাহাড় বা পর্বত দেখা যেতে পারে। ৪. কোনাে কোনাে মালভূমির উচ্চতা ৪০০০ মিটারেরও বেশি হয় । মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ হয়।