বেকিং পাউডার ও বেকিং সোডার মাঝে পার্থক্য কি?
Answers
-
Anonymous - 3 years ago
বেকিং পাউডার ও বেকিং সোডা দুটিই কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন করে যা খাবারকে ফোলাতে সাহায্য করে। মাখন, লেবুর শরবত বা ভিনেগার তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয়। আর বেকিং পাউডার কেক, বিস্কুট, কর্ন, ব্রেড ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।